চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ভাগ বাটোয়ারার মায়া ত্যাগের আহ্বান সৈয়দ আশরাফের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম বলেছেন, প্রতিদিনই বিভিন্ন কৌশলে প্রধানমন্ত্রী এবং আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ওপর হামলার পরিকল্পনা করছে বিএনপি। তাই তিনি দেশের স্বার্থে, দলের এবং শেখ হাসিনার স্বার্থে দলের নেতা-কমীদের ভাগ বাটোয়ারার মায়া ত্যাগ করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।

জাতীয় শ্রমিক লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিতি থেকে বক্তৃতায় এমন আহবান জানান সৈয়দ আশরাফুল ইসলাম।

সৈয়দ আশরাফ বলেন, ১৫ আগষ্ট এবং ২১ আগষ্টের মধ্যে পার্থক্য রয়েছে। ১৫ আগষ্ট ঘাতকেরা বঙ্গবন্ধুসহ তার পরিবারের সদস্যদের হত্যা করতে চেয়েছিলো আর ২১ আগষ্ট শেখ হাসিনা সহ আওয়ামী লীগের জাতীয় নেতৃবৃন্দকে হত্যার উদ্দেশ্য ছিলো ঘাতকদের।

সৈয়দ আশরাফ আরও বলেন, আওয়ামী লীগের নেতা-কর্মীদের মধ্যে যদি বিভেদ এবং কোন্দল থাকে তবে তারা আবারো আঘাত হানবে।

বিএনপি কোন দিনই মুক্তিযুদ্ধ সমর্থন করেনি এবং চায়নি উল্লেখ করে সৈয়দ আশরাফ বলেন, বাংলাদেশকে স্বাধীন করার প্রতিশোধ নিতেই তাদের সব প্রচেষ্টা, যা চলছে এবং চলবেই।