চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ভক্তরা না থাকলে ২৮ দিনও হাঁটতে পারতাম না: আইয়ূব বাচ্চু

বাংলাদেশে ব্যান্ড সংগীত ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ ব্যান্ড এলআরবি আজ তার পথচলার ২৮ বছরে পদার্পণ করলো

বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ ব্যান্ডদল এলআরবি পার করেছে তাদের পথচলার ২৭ বছর। ২৮ বছরে পদার্পণ করেও দেশ-বিদেশের শ্রোতাদের মাতিয়ে চলেছে এলআরবি (লাভ রানস ব্লাইন্ড)।

১৯৯১ সালের ৫ এপ্রিল আনুষ্ঠানিকভাবে ব্যান্ডদল হিসেবে এলআরবি যাত্রা করলেও ১৯৯০ সাল থেকেই ধীরে ধীরে গড়ে উঠতে থাকে ব্যান্ডটি। এলআরবি’র প্রতিষ্ঠাতা সদস্য ও লিড ভোকাল ও গিটারিস্ট আইয়ূব বাচ্চু ব্যান্ডের প্রতিষ্ঠা উৎসবে বলেছেন ভক্তদের শক্তিই এলআরবি’র অনুপ্রেরণা।

২৮ বছরে পা দিয়েই এলআরবি বৃহস্পতিবার এসেছিল চ্যানেল আই কার্যালয়ে।