চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বয়কটে ভোটের বাক্স বন্ধ থাকবে না: ইসি

নির্বাচন কমিশনার অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল জাবেদ আলী বলেছেন, বিএনপি সমর্থিত প্রার্থীরা নির্বাচন থেকে সরে দাঁড়ালেও ভোটগ্রহণ অব্যাহত থাকবে। কারো বর্জনের কারণে ভোটের বাক্স বন্ধ হয়ে যাবে না।

কোনো গণমাধ্যম বা অন্য কেউ নির্বাচন নিয়ে প্রশ্ন তুলেনি মন্তব্য করে সুষ্ঠু নির্বাচন হচ্ছে বলে দাবি করেন তিনি।

বিএনপির বয়কটের প্রতিক্রিয়ায় জাবেদ আলী বলেন, এটা দু:খজনক বিষয়। তবে বিএনপি সমর্থিত প্রার্থীরা সরে দাঁড়ানোয় আমরা ভোটের বাক্স বন্ধ করে দিতে পারি না। আরও প্রার্থীরা রয়েছেন। তাদের জন্য ভোট হবে।

তিনি বলেন, নির্বাচন বর্জন বিএনপির দলীয় দৃষ্টিভঙ্গির ব্যাপার। এতে কমিশনের কোনো দায় নেই।

বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে জানিয়ে ভোটারদের গণতান্ত্রিক অধিকার চর্চা করার অনুরোধ জানিয়েছেন জাবেদ আলী।

তিনি বলেন, নির্বাচন কমিশন হচ্ছে আয়োজক আর ভোটাররা নিয়ামক। আমরা আমাদের উপর অর্পিত দায়িত্ব পালন করছি। আশা করি, ভোটারারও তাদের অধিকারের চর্চা করবে।