চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বড় পরিসরে বাতিঘরের জাতীয় চিত্রাঙ্কন উৎসব

শিশুদের মাঝে মুক্তিযুদ্ধের চেতনা সামনে নিয়ে আসতে প্রতিবছর বিজয় দিবস উপলক্ষে বাতিঘর সাংস্কৃতিক বিদ্যালয় চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও প্রদর্শনীর আয়োজন করে থাকে। তারই ধারবাহিকতায় এবছর বাতিঘর আরো বড় পরিসরে ক্রিসেন্ট-বাতিঘর জাতীয় চিত্রাঙ্কন উৎসব-২০১৫ চিত্রাঙ্কন উৎসবের আয়োজন করা হয়েছে।

বাংলাদেশে এই প্রথম শিশুদের চিত্রাঙ্কন নিয়ে এমন উৎসব আয়োজন করা হয়েছে যেখানে প্রতিযোগিতা ভাবনার বাইরে এসে শিশুরা মনের আনন্দে ছবি আঁকবে, অভিভাবকগণও অংশ নেবেন ছবি আঁকায়।

দেশের ৮টি বিভাগীয় অঞ্চল ও ঢাকা মেট্রোপলিটন ১টি, মোট ৯টি অঞ্চলে ভাগ করে এবারের উৎসবের প্রস্তুতি নেওয়া হয়েছে।

আঞ্চলিক উৎসবে অংশ নেওয়া শিশুদের আঁকা ছবি থেকে বাছাই করা সেরা দুইশত ছবি নিয়ে জাতীয় পর্যায়ে ঢাকায় দুই দিনের প্রদর্শনী করা হবে আগামী ১২ ও ১৩ ফেব্রুয়ারি ২০১৬, গ্যালারি চিত্রক।

উৎসবের উদ্বোধনী এবং ময়মনসিংহ বিভাগের উৎসব অনুষ্ঠিত হবে আগামী ২৬ ডিসেম্বর ২০১৫, শনিবার। জামালপুরের দেউড়পার চন্দ্রার ডিটিআরসি উন্নয়ন সংঘে হবে অনুষ্ঠানটি।