চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বড়দিন ও থার্টিফার্স্ট নাইটে অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃঙ্খলা বাহিনীর বিশেষ তৎপরতা

থার্টিফার্স্ট নাইটকে ঘিরে অপ্রীতিকর ঘটনা এড়াতে ওইদিন সন্ধ্যার পর রাজধানীর উন্মুক্তস্থানে কোনো সমাবেশ করতে দেবে না সরকার। আশুলিয়ার বিভিন্ন গার্মেন্টসে সৃষ্ট শ্রমিক অসন্তোষ নিয়ে বিজিএমই নেতাদের সঙ্গে বৈঠকের বিষয়টি নিয়েও কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

২৫ ডিসেম্বর খ্রিষ্টান সম্প্রদায়ের ধর্মীয় উৎসব বড়দিন এবং থার্টিফার্স্ট নাইটকে ঘিরে আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে করণীয় নিয়ে আলোচনার জন্য স্বরাষ্ট্রমন্ত্রণালয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

আলোচনায় উঠে আসে সারাদেশের চার্চগুলোতে নিরাপত্তা,  খ্রিষ্টান অধ্যুষিত এলাকায় বিশেষ নিরাপত্তা প্রদান, ট্রাফিক ব্যবস্থা, কুটনৈতিকপাড়ার নিরাপত্তা, স্পর্শকাতর স্থাপনায় নাশকতামূলক কর্মকাণ্ড প্রতিহত করতে গোয়েন্দা তৎপরতা বাড়ানোর বিষয়টি। বৈঠক শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন।

বৈঠক শেষে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গার্মেন্টস শিল্প অস্থিতিশীল করতে যে চক্রান্ত চলছে তা কোনোভাবেই সফল হতে দেয়া হবেনা।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সব আশংকাই মাথায় রেখে কাজ করছে আইন শৃঙ্খলা বাহিনী। ফাঁকফোকড় গলিয়ে কেউ যাতে কিছু না করতে পারে সেজন্য বিশেষ নজরদারিও চলছে।