চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

দর্শকের ভোটে অস্কারে সেরা ‘ব্ল্যাক প্যানথার’

সিনেমা তো দর্শকের জন্যই। সমালোচকরা অস্কারের সেরা ছবি নিয়ে যতই জল্পনা-কল্পনা করুক, দর্শকের মতামতের গুরুত্ব সবসময়েই বেশী। আর সেই দর্শকের জরিপেই অস্কারের সেরা সিনেমা ‘ব্ল্যাক প্যানথার।’

একটি পোল তৈরি করা হয়েছে যেখানে ৩০০০ এর বেশী সিনেমা দর্শক তাদের ভোট দিয়েছেন সেরা ছবির ক্যাটাগরিতে। সেখানে দেখা গিয়েছে, মারভেল সুপার হিরো ব্লকবাস্টার ‘ব্ল্যাক প্যানথার’কে তারা সেরা ছবির তালিকার শীর্ষে স্থান দিয়েছেন। ছবিটি বক্স অফিসে আয় করেছে ৭০০ মিলিয়ন ডলার। এরপরেই স্থান পেয়েছে ‘অ্যা স্টার ইজ বর্ন’ এবং ‘বোহেমিয়ান রাপসডি’ সিনেমা দুটি।

সুপারহিরো ছবিতে যে ধরনের চমক দরকার হয়, তার সবই আছে ‘ব্ল্যাক প্যানথার’-এ। ‘ক্যাপ্টেন আমেরিকা : সিভিল ওয়ার’-এর কাহিনী যেখানে শেষ হয়েছে, সেখান থেকে শুরু হয়েছে ‘ব্ল্যাক প্যানথার’ এর কাহিনী। সিনেমায় দেখানো হয়েছে ওয়াকান্ডার রাজা টি চাকার মৃত্যুর পর ক্ষমতায় আসেন টি চালা (ব্ল্যাক প্যানথার)। বিষয়টি পছন্দ হয়নি ওয়াকান্ডার রাজপরিবারের বেশ কিছু মানুষের। তাদের বিরুদ্ধে গৃহযুদ্ধ করতে দেখা যায় টি চালাকে। এরই মধ্যে কাহিনীকে এগিয়ে নিয়ে যাওয়া হয় ইনফিনিটি ওয়ারের দিকে। ছবিতে অভিনয় করেছেন চ্যাডউইক বোসম্যান ও রায়ান কুলগয়ার। ইউএসএ টুডে