চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

শিশুদের সৃজনশীলতা বিকাশে ব্র্যাকের ‘তারায় তারায় দীপশিখা’

ব্র্যাক শিক্ষা কর্মসূচির শিক্ষার্থীদের সাংস্কৃতিক প্রতিযোগিতা ‘তারায় তারায় দীপশিখা’ অনুষ্ঠিত হয়েছে। পাঠ্যবইয়ের পাশাপাশি শিশুদের সৃজনশীলতার বিকাশ ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে এ উদ্যোগ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা।

ব্র্যাক শিক্ষা কর্মসূচির প্রাথমিক এবং প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের সংস্কৃতি চর্চাকে উৎসাহিত করতে প্রতিবছরের মতো এবারো আয়োজন করা হয় তারায় তারায় দীপশিখা।

প্রতিযোগিতায় সারাদেশ থেকে কয়েক লাখ শিক্ষার্থী অংশ নেয়। ধানমন্ডির রবীন্দ্র সরোবরে চূড়ান্ত পর্বে ছিলো ২৬ প্রতিযোগী। প্রতিযোগিতার মধ্যে ছিলো নাচ, গান, ছবি আঁকা ও আবৃত্তি।

দেশের সাংস্কৃতিক অঙ্গনের বিশিষ্টজনেরা বিচারকের দায়িত্ব পালন করেন। এবার গান ও নাচে ৪ জন করে, কবিতায় ৩ জন এবং আবৃত্তিতে ২ জন প্রতিযোগী বিজয়ী হয়।

অনুষ্ঠানে দেশের শিল্প, সাহিত্য ও সংস্কৃতি অঙ্গনের বরেণ্য জনেরা উপস্থিত ছিলেন। আয়োজকরা বলছেন, এ ধরণের কর্মসূচির মাধ্যমে শিশু-কিশোররা সাংস্কৃতিক কর্মকাণ্ডে আরও আগ্রহী হয়ে উঠবে।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-