চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রেক্সিট ইস্যুতে নাজুক পরিস্থিতিতে তেরেসা মে সরকার

ব্রেক্সিট ইস্যুতে ব্রিটিশ পার্লামেন্টে ২৪ ঘণ্টার মধ্যে দু’দফা বিতর্কে পরাজিত হয়ে চাপের মুখে পড়েছেন প্রধানমন্ত্রী তেরেসা মে।

বিরোধী টোরি সংসদ সদস্যরা বিরোধীদল লেবার পার্টির সঙ্গে এক হয়ে কমন্সের ভোটাভুটিতে মে সরকারকে এ নাজুক পরিস্থিতিতে ফেলেছে। এতে গণভোটের মতো বিকল্প পথ বেছে নেওয়ার অবস্থা সৃষ্টি হতে পারে বলে আশংকা করা হচ্ছে।

ব্রিটিশ সরকারের পরিকল্পনা ছিল পার্লামেন্টে আগামী সপ্তাহের ভোটে ব্রেক্সিট চুক্তি পাস না করলে ২১ দিন সময় নিয়ে আরেকটি প্ল্যান বি পরিকল্পনা নিয়ে আসা। কিন্তু সংসদ সদস্যদের দাবি অনুযায়ী এখন ব্রেক্সিট চুক্তি পাস করাতে ব্যর্থ হলে মে’কে মাত্র ৩ দিনেই ওই পরিকল্পনা নিয়ে হাজির হতে হবে।

ব্রেক্সিট চুক্তি নিয়ে ১৫ই জানুয়ারি দেশটির পার্লামেন্টে ভোটাভুটির কথা রয়েছে।