চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রিজ ধসে ইটালিতে শোক, ক্ষোভ

ইটালিতে ব্রিজ ধসের ঘটনায় নিহতের সংখ্যা ৩৯ জনে দাঁড়িয়েছে। চলাচলের জন্য গুরুত্বপূর্ণ এমন একটি ব্রিজ ধসের ঘটনায় দেশটিতে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। শোকের সঙ্গে চলছে ক্ষোভ। 

বিবিসি জানিয়েছে, মোরান্ডি ব্রিজটি ১৯৬০ সালে জিনোয়া শহরে নির্মাণ করা হয়। ভারী বর্ষণে মঙ্গলবার এর বড় একটা অংশ ভেঙে পড়ে। সেসময়ে  ব্রিজে প্রায় ৪০টি যানবাহন ছিল।

কী কারণে বিজ্রটি ধসে পড়েছে তা এখনো জানা যায়নি। এরই মধ্যে ব্রিজটির রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করা হয়েছে। এছাড়া জেনোয়া শহরে ঘোষণা করা হয়েছে দুই দিনের শোক।

ইটালি রেডক্রসের একজন মুখপাত্র বলেছেন, আর কাউকে জীবিত পাওয়া যায়নি। নিহতদের মধ্যে ৩৭ জনের পরিচয় পাওয়া গেছে। এদের মধ্যে তিনটি শিশুও রয়েছে।

হাসপাতালে চিকিৎসাধীন ১৬ জন। এদের মধ্যে ১২ জনের অবস্থা গুরুতর।

ভুক্তভোগীদের একজন কাগলিরি শহরের সিরিএ’র গোলরক্ষক ৩৩ বছর বয়সী ডেভিড ক্যাপেলো। তিনি বলেন, আমি বের হতে সক্ষম হয়েছি, আমি জানিনা আমার গাড়ি কতটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এটা সেনমার দৃশ্যের মতো মনে হচ্ছিল।

আরেকজন বলেন, আমার সামনেই ব্রিজটি ধসে পড়ে। তখন ব্রিজটি ঝাঁকুনি দিচ্ছিল, কয়েক সেকেন্ডের মধ্যে আমি গাড়ি ঘুরিয়ে বের হয়েই দৌঁড় দেই।

এ ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন পরিবহন মন্ত্রী ডানিলো তোনিনেল্লি। তিনি ব্রিজ রক্ষণাবেক্ষণকারী প্রতিষ্ঠানের প্রধানকে বরখাস্ত করেছেন। তাদের জরিমানা করাসহ লাইসেন্স বাতিল করা হবে বলে জানিয়েছেন।

জেনোয়ার আদালত কারো অবহেলা রয়েছে কিনা ইতোমধ্যে তার তদন্ত শুরু করেছে। প্রধান আইনজীবী একে ‘‘মানুষের ত্রুটি’’ হিসেবে উল্লেখ করেছেন।

ইটালির প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে বলেছেন, আমরা দেশে এ ধরণের দুর্ঘটনা মেনে নিব না। স্বারষ্ট্রমন্ত্রী মাত্তেও সালভিনি বলেন, কারো ত্রুটি পাওয়া গেলে সে শাস্তি না পেয়ে পার পাবে না।