চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রাহ্মণবাড়িয়ার ঘটনায় সুষমা স্বরাজের উদ্বেগ

ব্রাহ্মণবাড়িয়ায় মন্দিরে হামলার ঘটনায় এবার গভীর উদ্বেগ প্রকাশ করলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজ।

রবিবার দুইটি টুইটের মাধ্যমে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন তিনি। প্রথম টুইটে তিনি লিখেছেন, বাংলাদেশের হিন্দুরা নিরাপদ থাক ও ভালো থাক।

আর একটি টুইটে তিনি লিখেছেন, ঢাকায় অবস্থানরত ভারতীয় হাইকমিশনারকে ফোন করে বলেছি যেন তিনি বাংলাদেশের প্রধানমন্ত্রীকে ফোন করে এ ঘটনায় শোক প্রকাশ করেন।

গত ২৮ অক্টোবর ব্রাহ্মণবাড়িয়ার হরিপুর ইউনিয়নের হরিণবেড় গ্রামের রসরাজ দাস নামে এক যুবকের ফেসবুকে পোস্টে ধর্ম অবমাননার অভিযোগ এনে স্থানীয়রা তাকে পুলিশে সোপর্দ করে। তবে তিনি এ অভিযোগ অস্বীকার করে বলেছেন, তার ফেসবুক অাইডি নকল করে অন্য কেউ এই কাজ করেছে।

এর দুইদিন পর ঘটনার প্রতিবাদে আহলে সুন্নাত ওয়াল জামায়াত ও খাঁটি আহলে সুন্নাত ওয়াল জামায়াত নামের দুটি সংগঠন সমাবেশ করে। সেই সমাবেশ চলাকালে সদরের হিন্দুপাড়াগুলোতে ব্যাপক হামলা ও লুটপাট চালানো হয়।

এরপর ৩ নভেম্বর দিবাগত রাতে আবারো হিন্দুদের বাড়িতে আগুন দেয় দুর্বৃত্তরা।