চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রাজিলের রেকর্ডের দিনে আর্জেন্টিনার হোঁচট

লা পাজের এস্তাদিও হার্নান্দো সাইলস স্টেডিয়ামে উচ্চতার কারণে অক্সিজেনের মাত্রা কম থাকায় এমনিতেই অতিথি দলকে প্রতিকূল পরিস্থিতির মুখে খেলতে হয়। তার ওপর ব্রাজিল দলে ছিলেন না নেইমার ও ভিনিসিয়াস জুনিয়র। তবুও সমুদ্রপৃষ্ঠ থেকে ১১ হাজার ৯৩২ ফিট উচ্চতায় দারুণ জয়ে রেকর্ড গড়ল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল।

বলিভিয়ার বিপক্ষে ৪-০ গোলের বড় ব্যবধানে জিতে বিশ্বকাপ বাছাইপর্বে আর্জেন্টিনার ২০ বছরের পুরনো রেকর্ড ভেঙেছে সেলেসাওরা। ২০০২ সালে বিশ্বকাপ বাছাইপর্বে ৪৩ পয়েন্ট পেয়েছিল আর্জেন্টিনা। এবারের বাছাইপর্বে ১৭ ম্যাচে টেবিলের শীর্ষে থাকা ব্রাজিলের পয়েন্ট ৪৫।

আরেক ম্যাচে শেষ মুহূর্তে গোল হজম করে ইকুয়েডরের বিপক্ষে ১-১ ব্যবধানে ড্রয়ের হতাশা নিয়ে মাঠ ছাড়ে আর্জেন্টিনা। টেবিলের দুইয়ে থাকা আলবিসেলেস্তের পয়েন্ট ৩৯। এই ড্রয়ের ফলে আর্জেন্টিনা টানা ৩১ ম্যাচ অপরাজিত রইল।

ব্রাজিলের এখনো এক ম্যাচ খেলা বাকি। ঘরের মাঠে আর্জেন্টিনার সঙ্গে স্থগিত হওয়া ম্যাচটি পরে হবে। সেই ম্যাচ জিতলে কিংবা ড্র করলে সাম্বার দেশটি পয়েন্ট আরও বাড়িয়ে নিতে পারবে।

বুধবার বাংলাদেশ সময় ভোরে হওয়া ম্যাচের ২৪ মিনিটে ব্রুনো গুইমারেসের বাড়ানো বল নিয়ে ডি-বক্সে ঢুকে বাঁ পায়ে ঠাণ্ডায় মাটি কামড়ানো শটে বল জালে জড়ান লুইস পাকুয়েতা। ৪৫ মিনিটে এন্টনির রক্ষণচেরা পাসে বল পেয়ে ব্যবধান দ্বিগুণ করেন রিচার্লিসন।

বিরতির পর ৬৬ মিনিটে পাকুয়েতার পাসে ডান পায়ের ভলিতে লক্ষ্যভেদ করেন ব্রুনো গুইমারেস। যোগ করা সময়ের প্রথম মিনিটে রিশার্লিসন নিশানাভেদ করলে বড় জয় নিশ্চিত করে ব্রাজিল।

ড্রয়ে আর্জেন্টিনার হতাশা
ইকুয়েডরের মাঠে ম্যাচের ৩৯ মিনিটে আর্জেন্টিনাকে লিড এনে দেন জুলিয়ান আলভারেজ। নির্ধারিত সময় শেষেও তার পাওয়া গোলেই সররকারীরা এগিয়ে ছিল।

নিকোলাস ট্যাগলিয়াফিকো নিজেদের ডি-বক্সে প্রতিপক্ষের এক খেলোয়াড়কে ফাউল করে বসেন। ভিএআরের সাহায্য নিয়ে রেফারি পেনাল্টির বাঁশি বাজান।

যোগ করা সময়ে তৃতীয় মিনিটে এনার ভ্যালেন্সিয়ার নেয়া স্পট কিক দারুণভাবে ঠেকান আর্জেন্টাইন গোলরক্ষক জেরোনিমো রুলি। ফিরতি বলে ভ্যালেন্সিয়া ঠিকই বল জালে প্রবেশ করিয়ে ম্যাচে সমতা টানেন।

প্লে-অফে পেরু
অন্য ম্যাচে প্যারাগুয়েকে ২-০ গোলে হারিয়ে ১৮ ম্যাচে ২৪ পয়েন্ট পাওয়া পেরু টেবিলের পঞ্চম স্থান নিশ্চিত করায় প্লে-অফে খেলতে পারবে। আর্জেন্টিনাকে রুখে নেয়া ইকুয়েডর সমান ম্যাচে ২৫ পয়েন্ট পাওয়ায় চতুর্থ স্থানে থেকে কেটেছে বিশ্বকাপের টিকেট।

উরুগুয়ের জয়
আগেই কাতার বিশ্বকাপে যাওয়া নিশ্চিত করা উরুগুয়ে জিতেছে চিলির বিপক্ষে ২-০ গোলে। ১৮ ম্যাচে ২৮ পয়েন্ট পাওয়া উরুগুয়ের অবস্থান তিনে।