চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্রাজিলের নীতি: আমাজনে গত ১২ বছরে সর্বোচ্চ বন উজাড়

বিশ্বের ফুসফুস নামে পরিচিত আমাজন বনে ধ্বংসযজ্ঞ চলছেই, আর তা সংঘটিত হচ্ছে ব্রাজিল কর্তৃক গৃহীত নীতির কারণে।

ব্রাজিলের মহাকাশ সংস্থা জানিয়েছে, আমাজন নদীর অববাহিকার রেইনফরেস্ট ২০০৮ সালের পর থেকে ভয়াবহ আকারে উজাড় করা হয়েছে। যা গত ১২ বছরে সর্বোচ্চ।

বিবিসি সংবাদে বলা হয়, ২০১৯ এর আগস্ট থেকে ২০২০ সালের জুলাই পর্যন্ত মোট  ১১ হাজার ৮৮ বর্গ কিমি (৪ হাজার ২৮১ বর্গ মাইল) রেইন ফরেস্ট উজাড় করা হয়েছে। যা আগের বছরের তুলনায় ৯.৫ শতাংশ বেশি।

ব্রাজিলের  প্রেসিডেন্ট জায়ের বোলসোনারো নির্বাচিত হওয়ার পর কিছু নীতির কারণেই বনাঞ্চল হ্রাসের হার উদ্বেগজনক অবস্থায় পৌঁছেছে। ২০১৮ সালের নির্বাচনের সময় বোলসোনারো বনাঞ্চলের ক্ষতির জন্যে জরিমানা কমানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন আর সেই সাথে পরিবেশবাদী সংস্থাগুলোর ক্ষমতাকে করেছিলেন সীমিত।

বিজ্ঞানীরা বলছেন, বলসোনারো প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর থেকে আমাজন সর্বাধিক ক্ষতির মুখোমুখি হয়েছে।

ব্রাজিলের এই অংশটিতে পৃথিবীর সর্ববৃহৎ গ্রীষ্ম মণ্ডলীয় চিরহরিৎ বনাঞ্চল অবস্থিত। এ বনভূমিতে এমন সব উদ্ভিদ আর প্রাণীর প্রজাতি আছে যা মানুষের হিসেবের বাইরে।  গবেষকরা প্রতিনিয়তই নতুন কোনো জীব খুঁজে বের করার চেষ্টা করছেন।

আমাজন উজাড়করণ বিশ্বের জলবায়ু পরিবর্তন মোকাবেলার জন্য বড় রকমের আঘাত বলে মনে করেন বিজ্ঞানীরা।