চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্রাজিলের কোচ হতে চেয়েছিলেন গার্দিওলা

২০১৪ বিশ্বকাপ ফুটবলে আয়োজক ব্রাজিল দলের কোচ হতে চেয়েছিলেন বায়ার্ন মিউনিখের স্প্যানিশ কোচ পেপ গার্দিওলা। কিন্তু ব্রাজিলীয় ফুটবল ফেডারেশনের কর্মকর্তাদের অনাগ্রহে ক্লাব ফুটবলের সবচেয়ে সফল কোচের বিশ্বকাপের সফলতম দলের কোচ হওয়া সম্ভব হয়নি বলে জানিয়েছেন গার্দিওলার সাবেক শিষ্য বার্সেলোনা ও ব্রাজিলের ডিফেন্ডার দানি আলভেজ।

ইএসপিএন’কে দেয়া সাক্ষাৎকারে এই তারকা ফুলব্যাক বলেন, ২০১৪ বিশ্বকাপ আসরে সেলেসাওদের ‘হেক্সা-মিশন’ সফল করতে গার্দিওলা ব্রাজিলের কোচ হতে চেয়েছিলেন।  ব্রাজিলকে চ্যাম্পিয়ন করানোর জন্য খেলার কৌশলও ঠিক করে ফেলেছিলেন ইউরোপীয় ক্লাব ফুটবলে চার মৌসুমে বার্সেলোনা’কে দুই চ্যাম্পিয়ন্স লিগসহ ১৪টি ট্রফি জেতানো গার্দিওলা।

কিন্তু বিদেশী কোচ নিয়োগ নিয়ে  সাম্বা সমর্থকরা বিরোধিতা করতে পারে এমন আশঙ্কায় ব্রাজিলীয় কর্মকর্তারা গার্দিওলার আগ্রহে সাড়া দেয়নি বলে জানান আলভেজ। ২০১২ সালে বার্সেলোনা ছেড়ে জার্মান বায়ার্ন মিউনিখে যোগ দেয়া গার্দিওলাকে বিশ্বসেরা ফুটবল কোচের স্বীকৃতি দিতে দ্বিধা করেননি দানি আলভেজ।