চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যাটিংয়ের সময় বুকে ব্যথা, পাকিস্তানের আবিদকে নিয়ে উৎকণ্ঠা

আবিদ আলীর হৃদযন্ত্রে সমস্যা ধরা পড়েছে। পাকিস্তান টেস্ট দলের ৩৪ বছর বয়সী নির্ভরযোগ্য ওপেনার ‘অ্যাকিউট করোনারি সিনড্রোমে’ আক্রান্ত বলে জানিয়েছে দেশটির ক্রিকেট বোর্ড।

চলতি মাসেই দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে বাংলাদেশ এসেছিলেন আবিদ। সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন ডানহাতি এই ব্যাটার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বুধবার করাচিতে কায়েদে আজম ট্রফির ম্যাচে পাঞ্জাবের হয় খাইবার পাখতুনের বিপক্ষে খেলছিলেন আবিদ। শেষদিনের খেলায় ব্যাটিং করছিলেন। ৬১ রানে থাকার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন। দ্রুতই হাসপাতালে ভর্তি করানো হয়।

করাচির একটি হাসপাতালে নিয়ে ইলেক্ট্রো-কার্ডিওগ্রাম করানো হয় আবিদের। পরে পিসিবি আনুষ্ঠানিক বিবৃতিতে জানায় আবিদের অসুস্থতার কথা।

‘‘আবিদকে তাৎক্ষণিকভাবে হাসপাতালে নেয়া হয়েছিল, সেখানে পরীক্ষার মাধ্যমে তার ‘অ্যাকিউট করোনারি সিনড্রোম’ ধরা পড়েছে। পিসিবির মেডিকেল টিম এবং হাসপাতালের কার্ডিওলজিস্টরা বর্তমানে তার দেখাশুনা করছে।’’

পিসিবি জানিয়েছে বর্তমানে আবিদের শারীরিক অবস্থা কিছুটা ভালো। তার প্রাথমিক অন্যসব পরীক্ষার ফলাফল স্বস্তিজনক।