চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

ব্যাংক আমানতে আবগারি শুল্ক বাড়ানোর প্রস্তাবের সমালোচনায় কৃষিমন্ত্রী

আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানোর কঠোর সমালোচনা করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।

সঞ্চয়পত্রের সুদ হার কমানোর যে ইঙ্গিত দিয়েছেন অর্থমন্ত্রী তাও জনস্বার্থবিরোধী বলে মন্তব্য করেন তিনি।

আন্তর্জাতিক মুদ্রা তহবিল আইএমএফকে ব্যর্থ প্রতিষ্ঠান আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, তাদের পরামর্শে সঞ্চয়পত্রের সুদ হার কমানো উচিত হবে না।

বৃহস্পতিবার সংসদে ২০১৭-১৮ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বলেন।

প্রতিদিনের মতো বৃহস্পতিবারও বাজেট আলোচনায় প্রায় সব সংসদ সদস্যই ব্যাংক আমানতের ওপর আবগারি শুল্ক বাড়ানো এবং সঞ্চয়পত্রের সুদ হার কমানোর বিষয়ে অর্থমন্ত্রীর সমালোচনা করেছেন। তবে সবাইকে ছাপিয়ে যান কৃষিমন্ত্রী।

এছাড়া বর্ধিত হারে আবগারি শুল্ক কাটা হলে সরকারের আয় বাড়বে সাড়ে ৩শ’ কোটি টাকা যা ঋণ খেলাপীদের দেয়া সুবিধার চেয়ে বহুগুণ কম বলে সমালোচনা করেন মতিয়া চৌধুরী। সঞ্চয়পত্রের সুদ হার কমানো হলে সীমিত আয়ের মানুষ বিপাকে পড়বে বলেও অভিমত তার।

এছাড়া কৃষির যান্ত্রিকীকরণের কথা বলে আবার বাজেটে ট্রাক্টরের ওপর ১৫ শতাংশ মূসক বসানোরও সমালোচনা করেন কৃষিমন্ত্রী।