চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ব্যাংকিং সেবায় চালু হলো আরটিজিএস

স্বয়ংক্রিয় এবং তাৎক্ষণিক ব্যাংকিং লেনদেনের সুবিধা নিয়ে রিয়েল টাইম গ্রস সেটেলমেন্ট আরটিজিএস চালু হয়েছে বাংলাদেশে। এই সুবিধার ফলে ১ লাখ টাকা থেকে শুরু করে যেকোনো মানের চেক সাথে সাথে গ্রাহকের ব্যাংক হিসাবে জমা হবে কিংবা সে তার পাওনাদারকে দিতে পারবে।

টাকার পাশাপাশি ৫টি বিদেশী মুদ্রার লেনদেনও নিষ্পত্তি হবে আরটিজিএস ব্যবস্থায়। ৫৬টি ব্যাংকের মধ্যে ১টি বাদে অন্য সব ব্যাংকে এই সুবিধা পাওয়া যাবে।

বাংলাদেশ ব্যাংকের সম্মেলন কক্ষে বাণিজ্যিক ব্যাংকের প্রধান নির্বাহীসহ ঊর্ধ্বতন কর্মকতাদের উপস্থিতিতে সেবাটি উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আতিউর রহমান।