চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বোস্টন হামলাকারীর মৃত্যুদণ্ড

যুক্তরাষ্ট্রের বোস্টন ম্যারাথনে বোমা হামলার দায়ে অভিযুক্ত জোখার সারনায়েভকে মৃত্যুদণ্ড দিয়েছে মার্কিন আদালত। প্রায় ৪ ঘণ্টার যুক্তি তর্কের পর মামলার জুরি তাঁর মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়।

ইনজেকশনের মাধ্যমে বিষ প্রয়োগে তার মৃত্যুদণ্ড কার্যকর করা হবে। আদালতে রায় ঘোষণার সময় নিশ্চুপ ও অভিব্যক্তিহীন ছিলেন সারনায়েভ।

২০১৩ সালে বোস্টন ম্যারাথনে ওই হামলায় ৩ জনের মৃত্যু হয়েছিলো। আহত হয়েছিলেন ২শ’ ৬০ জন। হামলার পর জোখার সারনায়েভের ভাই তামারালিন সারনায়েভ পুলিশের সাথে গুলিতে মারা যায়। জোখার সারনায়েভের আইনজীবীদের যুক্তি ছিলো, তিনি হামলায় অংশ নিলেও তার ভাই তামারলিনই মূল হামলাকারী ছিলো।