চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

বরেণ্য শিক্ষাবিদ, সাহিত্যিক, শিল্প-সমালোচক বোরহানউদ্দীন খান জাহাঙ্গীরের এর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

একুশে পদকপ্রাপ্ত বিশিষ্ট এই শিক্ষাবিদের মৃত্যুতে এক শোকবার্তায় শেখ হাসিনা বলেন, তাঁর কর্মময় জীবন আমাদের প্রেরণা যুগিয়ে যাবে।

প্রধানমন্ত্রী তাঁর আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

সোমবার দুপুর ১২টায় গুলশানে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন বরেণ্য এই শিক্ষাবিদ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৪ বছর।

১৯৩৬ সালের ৯ জানুয়ারি চাঁদপুরে জন্মগ্রহণ করেন এই সাহিত্যিক। তাঁর বাবার নাম আশেক আলী খান ও মা সুলতানা বেগম। তিনি কর্মজীবনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য হিসেবে দীর্ঘদিন দায়িত্ব পালন করেন।

এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক হিসেবেও দায়িত্ব পালন করেন তিনি। বরেণ্য এই শিক্ষাবিদ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতক ও স্নাতকোত্তর করে ইংল্যান্ডের ডারহাম বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি করেছেন।