চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বোমা তৈরির সরঞ্জামসহ পুলিশের হাতে আনসার আল ইসলামের ২ সদস্য

নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন আনসার আল ইসলামের সক্রিয় দুই সদস্যকে আটক করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

মঙ্গলবার রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ জেলায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন মো. ইনামুল হক (২৪) ও মো. সিরাজুল ইসলাম (২৩)। সেসময় তাদের কাছ থেকে দুইটি মোবাইল ফোন, ২৪টি মোবাইল সিমকার্ড, ৫টি মেমোরিকার্ড এবং বিপুল পরিমাণ বৈদ্যুতিক তারসহ আইইডি জাতীয় বোমা তৈরির বিভিন্ন উপাদান (মোবাইল সার্কিট, মোডিফাইড মোবাইলের চার্জার, হোম মেড রিচার্জবল টর্চ লাইট, মোবাইলের ব্যাটারী, বৈদ্যুতিক সুইচ) জব্দ করা হয়।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানায় এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

ইসলামী খিলাফত প্রতিষ্ঠার লক্ষ্যে তারা দীর্ঘদিন ধরে জিহাদী কার্যক্রম পরিচালনা করে আসছিলো। মো. ইনামুল হক পুরাতন মোবাইল ফোনের ব্যাটারী,বৈদ্যুতিক তার এবং বোমা তৈরীর অন্য উপাদানগুলো দিয়ে শক্তিশালী এক্সপ্লোসিভ তৈরির বিষয়টি নিয়ে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছিলো।

তাদের বিরুদ্ধে ঝিনাইদহ সদর থানায় সন্ত্রাস বিরোধী আইন ২০০৯ (সংশোধনী-২০১৩) এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।