চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বেসিস নির্বাচনে সোনিয়া বশিরের প্যানেল ঘোষণা

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যাণ্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)-এর নির্বাচনে যুগান্তকারী পরিবর্তনের লক্ষ্যে ‘মেম্বার্স ফাস্ট’ স্লোগানকে সামনে রেখে ‘দ্য চেইঞ্জ মেকার্স’ প্যানেল ঘোষণা করেছেন সোনিয়া কবির বশির।

প্যানেল ঘোষণার করে সোনিয়া বশির বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ সরকারের ‘ডিজিটাল বাংলাদেশ’ কর্মসূচির বিভিন্ন যুগান্তকারী উদ্যোগের কারণে তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে বিপ্লব সাধিত হয়েছে। আর বেসিস এই সফল অগ্রযাত্রার অন্যতম প্রধান চালিকাশক্তি হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

“তবে আমাদের মানতে হবে, বাংলাদেশের আইসিটি শিল্পের অগ্রনায়ক বেসিসের সদস্য প্রতিষ্ঠানগুলো এখনো নানা সমস্যায় জর্জরিত। প্রতিনিয়ত আমাদের সদস্য প্রতিষ্ঠানগুলো নতুন নতুন চ্যালেঞ্জের সম্মুখীন হচ্ছে। সমস্যাগুলো আমাদের প্রায় সকলেরই জানা, কিন্তু সমাধানের কোন কার্যকর উদ্যোগ এখনো দৃশ্যমান নয়।”

যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে প্রায় ২০ বছর কাজের অভিজ্ঞতা সম্পন্ন সোনিয়া বশির আগেও মাইক্রোসফটের দক্ষিণ এশিয়া বিজনেস ডেভেলপমেন্ট পরিচালক হিসেবে কর্মরত ছিলেন। ২০১১ সালের সেপ্টেম্বরে ডেল বাংলাদেশ গঠিত হলে তিনি কান্ট্রি ম্যানেজার হিসেবে দায়িত্ব নেন।

টিআইই বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি সোনিয়া বশির বাংলাদেশ ওমেন ইন আইটির সহ-প্রতিষ্ঠাতা ও সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। যুক্তরাষ্ট্রের সিলিকন ভ্যালিতে সোনিয়া বশির চাকরি করেছেন সান মাইক্রোসিস্টেম এবং ওরাকলে। আইটি ফার্ম সিনটেকের সহ-প্রতিষ্ঠাতা এই  কর্মকর্তা আমরা টেকনোলজিসের চিফ অপারেটিং অফিসার হিসেবেও দায়িত্ব পালন করেছেন।

এবারের নির্বাচন অনুষ্ঠিত হবে ২৫ জুন। ২৫ জুন কাওরানবাজারস্থ বিডিবিএল ভবনের পঞ্চম তলায় বেসিস কার্যালয়ে নির্বাচন অনুষ্ঠিত হবে।

‘দ্য চেঞ্জ মেকার্স’ প্যানেলের সাধারণ সদস্য পদপ্রার্থী

১. সোনিয়া বশির কবির (মাইক্রোসফট বাংলাদেশ লিঃ)

২. মোস্তফা রফিকুল ইসলাম (ফ্লোরা টেলিকম লিঃ)

৩. সৈয়দ আলমাস কবীর (মেট্রোনেট বাংলাদেশ লিঃ)

৪. সুফি ফারুক ইব্‌নে আবুবকর (ইভাটিক্স )

৫. আজমল হক আজিম (ডিজিকন গ্লোবাল সার্ভিসেস্ লিঃ)

৬. নাজমুল করিম চৌধুরী শারুণ (গণনা টেকনোলোজিস লিঃ)

৭. সাব্বির রহমান তানিম (থার্ড বেল এন্টারটেইন্মেন্ট লিঃ)

৮. ছাইদুল ইসলাম মজুমদার লিখন (মজুমদার আইটি লিঃ )

এসোসিয়েট সদস্য পদপ্রার্থী–

১. জামান খান (জামান আইটি)