চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলার তদন্ত কর্মকর্তারা হাইকোর্টে

বহুল আলোচিত বেসিক ব্যাংক কেলেঙ্কারি মামলার তদন্ত কর্মকর্তারা হাইকোর্টে এসে হাজির হয়েছেন। বুধবার দুপুরে ৮ জন তদন্ত কর্মকর্তা ওই মামলার নথিপত্রসহ আদালতে হাজির হয়েছেন।

আদালতে দুদকের পক্ষে আছেন আইনজীবী খুরশিদ আলম খান, সৈয়দ মামুন মাহবুব ও ফজলুল হক। আর ব্যাংকের সাবেক ডিএমডি ফজলুস সোবহানসহ বেশ কয়েকজনের জামিন আবেদনকারীদের পক্ষে আছেন ব্যারিস্টার রোকনউদ্দিন মাহমুদ ও আইনজীবী আবদুল মতিন খসরু।

এর আগে আইনে নির্ধারিত সময়ের মধ্যে মামলার তদন্ত শেষ না হওয়ায় গত ২৩ মে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বেসিক ব্যাংক কেলেঙ্কারিতে ৫৬ মামলার সকল তদন্ত কর্মকর্তাদের বুধবার হাইকোর্টে তলব করেন।