চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় ১০ সেনা নিহত

বেলুচিস্তানে বিদ্রোহীদের হামলায় ১০ পাকিস্তানি সেনা নিহত হয়েছে ।

পাকিস্তানি সেনাবাহিনীর বিবৃতির বরাত দিয়ে দেশটির স্থানীয় সংবাদমাধ্যম জানিয়েছে, গত বুধবার দক্ষিণ-পশ্চিম বেলুচিস্তানে কেচ জেলায় একটি সড়কে পাকিস্তানি সেনার চেকপোস্টে হামলা চালায় বেলুচ বিদ্রোহীরা। সেখানে গোলাগুলি এবং বিস্ফোরণে ১০ সেনার মৃত্যু হয়।

ঘটনার পরে এলাকাটিতে অভিযান চালিয়ে ৩ বেলুচ বিদ্রোহীকে আটক করার। তবে এখনও পর্যন্ত কোনও বেলুচ গোষ্ঠী এ হামলার দায় স্বীকার করেনি।

নিহত সেনারা বেলুচিস্তানে ‘চীন-পাকিস্তান অর্থনৈতিক করিডর’ (সিপিইসি) এবং তেলের পাইপলাইনের নিরাপত্তার দায়িত্বে ছিলেন বলে জানিয়েছে আনন্দ বাজার পত্রিকা।

১৩০০ কিলোমিটার দীর্ঘ সিপিইসি-র উপর সাম্প্রতিককালে বেশ কয়েকবার হামলা চালিয়েছে ‘বেলুচিস্তান লিবারেশন আর্মি’ (বিএলএ), ‘বালুচ ন্যাশনালিস্ট আর্মি’ (বিএনএ)-র মতো স্বাধীনতাপন্থী বেলুচ গোষ্ঠীগুলি। পশ্চিম চিনের শিনজিয়াং প্রদেশের কাশগড় থেকে শুরু হওয়া ওই রাস্তা কারাকোরাম পেরিয়ে ঢুকেছে পাকিস্তানে। শেষ হয়েছে বেলুচিস্তান প্রদেশের দক্ষিণ-পশ্চিম প্রান্তে চিন নিয়ন্ত্রিত গদর বন্দরে।