চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

সীমান্তে পৃথক দুটি অভিযানে ৭৫ কেজি স্বর্ণসহ আটক ৩

ভারতে পাচারের সময় শার্শার শিকারপুর সীমান্ত ও বেনাপোল বাজার থেকে পৃথক দুটি অভিযানে ৭৫ কেজি স্বর্ণের বারসহ ৩ পাচারকারীকে আটক করেছে বিজিবি। চোরাচালান নিয়ন্ত্রণে বাংলাদেশ বিজিবির অভিযান ইতিহাসে এটাই সবচেয়ে বড় স্বর্ণের চালান আটক।

বিজিবি সূত্র এ তথ্য জানিয়েছে।

৪৯ বিজিবির কমান্ডিং অফিসার লেঃ কর্ণেল আরিফুল হক জানান, বিপুল পরিমাণ স্বর্ণেরবার শিকারপুর সীমান্ত দিয়ে ভারতে পাচার হচ্ছে এ ধরনের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির একটি টহল দল শিকারপুর নারিকেল বাড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মহিউদ্দিন (৩৫) নামে এক স্বর্ণ চোরাচালানীকে আটক করেন। পরে তার সাথে থাকা ব্যাগ তল্লাশি করে ৬২৪ টি স্বর্ণের বার জব্দ করা হয়। যার ওজন ৭৩ কেজি।

অপরদিকে শুক্রবার সকালে বেনাপোল বাজারেও অভিযান চালিয়ে ২ কেজি ওজনের ১১টি স্বর্ণের বার জব্দ করা হয়।জব্দকৃত স্বর্ণের মূল্য ৩৬ কোটি ৭৫ লাখ টাকা। এ সময় বেনাপোলের দৌলতপুর গ্রামের কাশেম আলীর স্ত্রী সফুরা খাতুন (৬২) ও ভবারবেড় গ্রামের ইব্রাহিমের ছেলে  (২২) কে আটক করা হয়।

এ ঘটনায় বেনাপোল ও শার্শা থানায় দুটি মামলা হয়েছে।