চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ঢাকা অফিস বন্ধ করলেন নবনিযুক্ত উপাচার্য

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের করা ঢাকাস্থ লিঁয়াজো অফিস বন্ধ ঘোষণা করেছেন নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক ডক্টর হাসিবুর রশীদ।

যোগদানের পর সোমবার সকালে ক্যাম্পাসে গিয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্ষেত্রে দুর্নীতির সাথে জড়িতদের বিরুদ্ধে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা গ্রহণের কথা বলেন নতুন উপাচার্য।

সেই সাথে বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসন, পরীক্ষা নেয়াসহ অন্যান্য বিষয়গুলো নিয়মতান্ত্রিকভাবে সমাধানের আশ্বাস দেন এবং সার্বক্ষণিক বিশ্ববিদ্যালয়ে উপস্থিত থাকার কথা জানান। এ সময় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারীরা ফুল দিয়ে বরণ করেন নব-নিযুক্ত উপাচার্যকে।

এর আগে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক অধ্যাপক ড. হাসিবুর রশীদ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার পদে নিযুক্ত ছিলেন।