চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বৃক্ষ সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে দরকার বৃক্ষের জন্য ভালোবাসা

বৃক্ষ সংরক্ষণ ও সংখ্যা বাড়াতে সবার আগে দরকার বৃক্ষের জন্য ভালোবাসা তৈরি। এ লক্ষ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞানের শিক্ষার্থীদের সরাসরি গাছের সঙ্গে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। জাতীয় উদ্ভিদ উদ্যানে হাতে কলমে ধারণা দেয়া হয়েছে গাছ নিয়ে বিভিন্ন গবেষণার।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে যাওয়া হয় জাতীয় উদ্ভিদ উদ্যানে। শিক্ষকরা ঘুরে দেখান বিভিন্ন প্রজাতির উদ্ভিদ। ব্যবহারিক পাঠ দেখানো হয় হাতে কলমে।

ক্লাসরুমের বাইরে এ আয়োজন বাস্তব জ্ঞানে সমৃদ্ধ করেছে বলে জানান শিক্ষার্থীরা। জাতীয় উদ্ভিদ উদ্যান বাংলাদেশের প্রায় সকল প্রজাতির উদ্ভিদের এক সংগ্রহশালা। একযোগে বিপুল সংখ্যক বৃক্ষ দেখে মুগ্ধ শিক্ষার্থীরা।

উদ্ভিদ সংরক্ষণে সচেতনতা সৃষ্টির জন্য দর্শনার্থীদের মধ্যে লিফলেট বিতরণ করেন শিক্ষার্থীরা। শিক্ষকরা বলছেন, শিক্ষার্থীদের মধ্যে গাছের প্রতি ভালবাসা সৃষ্টিই এসব আয়োজনের মূল উদ্দেশ্য।

শুষ্ক উদ্ভিদের নমুনা সংরক্ষণ ও গবেষণা প্রতিষ্ঠান জাতীয় হারবেরিয়ামও ঘুরে দেখানো হয় শিক্ষার্থীদের।

আরও বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে-