চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বুস্টার ডোজের প্রথম টিকা নিলেন কুর্মিটোলার নার্স

দেশে করোনাভাইরাস ভ্যাকসিনের বুস্টার ডোজ দেয়া শুরু হয়েছে। বুস্টার ডোজের প্রথম টিকা নিয়েছেন কুর্মিটোলা জেনারেল হাসপাতালের একজন নার্স। এসময় দ্বিতীয় টিকা নিয়েছেন জাতীয় অধ্যাপক শায়লা খাতুন।

রাজধানীর মহাখালীর বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ানস অ্যান্ড সার্জনস (বিসিপিএসএ) এ দুপুর ১২টায় বুস্টার ডোজ টিকার উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

এই অনুষ্ঠানের মধ্য দিয়ে বুস্টার ডোজ নিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক, পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, আইনমন্ত্রী আনিসুল হক এবং স্বাস্থ্য মহাপরিচালক আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

স্বাস্থ্যমন্ত্রী বলেন: প্রাথমিকভাবে বুস্টার ডোজ হিসেবে ফাইজারের টিকা দেয়া হবে। বুস্টার হিসেবে সবাই ফাইজার নিতে পারবে।পরে মডার্না দেয়া হবে। যার যার আগের কেন্দ্র থেকে মোবাইলে মেসেজ চলে আসবে। এছাড়াও বুস্টার ডোজের পাশাপাশি অন্য টিকাগুলো চালু থাকবে।

জাহিদ মালেক আরও জানান: টিকার কারণে সংক্রমণ অনেক কম। সবাইকে টিকা দেয়ার ইচ্ছে রয়েছে। বুস্টার ডোজ পাবেন ষাটোর্ধ্ব এবং ফ্রন্টলাইনাররা। পরে সুরক্ষা অ্যাপে বুস্টার ডোজের উপযোগীদের তালিকা তৈরির কাজ শেষ হলে সারা দেশে একযোগে বুস্টার ডোজ দেওয়া শুরু হবে।