চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বুলগেরিয়ায় নারী সাংবাদিককে ধর্ষণের পর হত্যা

বুলগেরিয়ার রুস সীমান্তে দেশটির এক নারী সাংবাদিককে ধর্ষণের পর হত্যা করা হয়েছে।

বুলগেরিয়ান এক আইনজীবী বরাত দিয়ে গার্ডিয়ান জানিয়েছে, শনিবার এই হত্যাকাণ্ড ঘটে।

জানা গেছে, ৩০ বছর বয়সী অনুসন্ধানী সাংবাদিক ভিক্টোরিয়া মারিনোভার মরদেহ পাওয়া যায় একটি পার্কে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মেলাদেন মারিনোভ বলেন, এই হত্যাকাণ্ডের সাথে মারিনোভার পেশাগত কাজের কোনো সম্পর্ক নেই। কেউ তাকে হুমকি দিয়ে থাকতে পারে বলে আমাদের কাছে এমন তথ্য নেই।

প্রধানমন্ত্রী বয়কো বরিসোভ জানিয়েছে, এরই মধ্যে ধর্ষণ এবং হত্যার বিষয়টি নিয়ে তদন্ত করা হচ্ছে। এবং অপরাধীদের খুঁজে বের করতে ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে।

রুসের একটি টেলিভিশন চ্যানেল টিভিএন-র প্রশাসনিক পরিচালক ছিলেন মারিনোভা। সম্প্রতি তিনি ‘ডিটেক্টর’ নামে সাম্প্রতিক ঘটনাবলীর টকশো শুরু করেন।

গত ৩০ সেপ্টেম্বর ছিল ওই টকশোর সবশেষ পর্বে অতিথি হিসেবে দুই অনুসন্ধানী সাংবাদিক দিমিতির স্টোয়ানিয়ভকে এনেছিলেন মারিনোভা।

স্টোয়ানিয়ভ ইউরোপীয় ইউনিয়নের তহবিল দুর্নীতির সঙ্গে বড় বড় ব্যবসায়ী ও রাজনীতিকদের বিষয়ে তদন্ত করছিলেন।