চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিষণ্ণ সময়ের গান

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আইসোলেশনে আছেন হলিউড অভিনেতা টম হ্যাংকস এবং তার স্ত্রী রিটা উইলসন। নিজের অভিজ্ঞতা থেকে রিটা একটি গানের তালিকা শেয়ার করেছেন টুইটারে, যা কোয়ারেন্টাইনে থাকা বা আইসোলেশনে থাকা মানুষেরা মানসিক চাপ কমাতে শুনতে পারেন।

শুক্রবার রিটা টুইটারে ভক্তদেরকে অনুরোধ করেছিলেন এমন কিছু গানের তালিকা দেয়ার জন্য যেগুলো আইসোলেশন বা কোয়ারেন্টাইন সম্পর্কিত। অনেকেই অনেক গানের নাম বলেছেন। সব মিলিয়ে মোট ৩২টি গানের একটি তালিকা পেয়েছেন রিটা। একসাথে সবগুলো গান শুনতে দুই ঘণ্টা সময় লাগবে।

এসব গানের মাঝে আছে এরিক কারমেনের ‘অল বাই মাইসেলফ’, বিটলসের ‘আই অ্যাম সো টায়ার্ড, মাইলি সাইরাসের ‘দ্য ক্লাইম্ব’, ডেসটিনি চাইল্ডের ‘সারভাইবার’ এবং এমসি হ্যামারের ‘ইউ কান্ট টাচ দিস’ এর মতো জনপ্রিয় সব গান।

ইনস্টাগ্রামে শেয়ার করা রিটার এই প্লে লিস্টটিতে এখন পর্যন্ত ৫০০০ এর বেশি ফলোয়ার যুক্ত হয়েছেন। রিটা মনে করছেন, এই বিষণ্ণ সময়ে গানগুলো মানুষকে প্রশান্তি দিতে পারবে।

টম হ্যাংকস ও রিটা উইলসন আপাতত অস্ট্রেলিয়ায় রয়েছেন। ক্লান্তি, শরীর ব্যথা ও জ্বর অনুভূত হওয়ায় তারা করোনা টেস্ট করিয়েছেন এবং রিপোর্ট পজিটিভ এসেছে। এখন তারা আইসোলেশনে আছেন।

প্রয়াত পপস্টার এলভিস প্রেসলির জীবনের উপর একটি ছবির শুটিংয়ের জন্য অস্ট্রেলিয়ায় আছেম টম হ্যাংকস। ছবিতে তিনি এলভিসের ম্যানেজারের ভূমিকায় অভিনয় করছেন।