চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও ৩০ মিলিয়ন ডলার দেবে চীন

বিশ্বব্যাপী করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আরও ৩০ মিলিয়ন মার্কিন ডলার দেয়ার ঘোষণা দিয়েছে চীন।

যুক্তরাষ্ট্রের অর্থসহায়তা স্থগিতের ঘোষণার কয়েকদিন পর বৃহস্পতিবার চীনের পক্ষ থেকে এ ঘোষণা দেয়া হলো।

এর আগে করোনাভাইরাস মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে ২০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে সহায়তা করে। মূলত কোভিড-১৯ এর বিরুদ্ধে উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার জন্য এ অর্থ দেয়া হচ্ছে বলে জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক মুখপাত্র।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার সবচেয়ে বেশি অনুদান দিতো মার্কিন যুক্তরাষ্ট্র। করোনাভাইরাসে অব্যবস্থাপনার অভিযোগ তুলে অনুদান শিথিল করার ঘোষণা দেয় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।

ট্রাম্প বলেন, চীন থেকে করোনাভাইরাস ছড়ানোর আগেই বিশ্ব স্বাস্থ্য সংস্থার সচেতন হওয়া দরকার ছিলো।

অনুদানের বিষয়ে গত সপ্তাহে ট্রাম্প বলেন, প্রতিবছর বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে যুক্তরাষ্ট্র ৪০০ থেকে ৫০০ মিলিয়ন মার্কিন ডলার অনুদান দিয়ে আসছে। সেখানে চীন প্রতি বছর মাত্র ৪০ মিলিয়ন মার্কিন ডলার দিয়ে আসছে, কখনো এর চেয়েও কম।