চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বের সবচেয়ে দামী বিস্কুট

একটি বিস্কুট অথচ দাম তার ১৫ হাজার পাউন্ড, বাংলাদেশী টাকায় যার মূল্য প্রায় ১৮ লাখ টাকা। বিবিসি’র রিপোর্টে এটিই পৃথিবীর সবচেয়ে দামী বিস্কুট। মজার বিষয় বিস্কুটটির বয়স ১০৩ বছর। তবে বিস্কুটের দাম আকাশচুম্বী হওয়ার আসল কারণ এটি এসেছে বিখ্যাত টাইটানিক জাহাজ থেকে।

১৯১২ সালে ডুবন্ত টাইটানিকের যাত্রীদের উদ্ধারকারী জাহাজ এসএস কার্পেথিয়ার সেই সময়ের যাত্রী জেমস এবং মাবেল দম্পতির সংগ্রহ থাকা বিস্কুটটি সম্প্রতি নিলামে তোলা হলে এর দাম ওঠে ১৫ হাজার পাউন্ড।

স্পিলারস এন্ড বেকারস বেকারির এই বিস্কুটের নাম ‘পাইলট’। টাইটানিক থেকে ভাসানো ডিঙি নৌকার রসদ বাক্স থেকে পাওয়া এই পাইলট বিস্কুটই বিশ্বের সবচেয়ে দামী বিস্কুট বলে দাবি করেছেন নিলামে অংশ নেয়া অ্যান্ড্রু অলরিজ।

১৯১২ সালে ইংল্যান্ডের সাউদাম্পটন থেকে নিউ ইয়র্ক যাওয়ার সময় দুর্ঘটনায় ১৫’শ যাত্রী-নাবিক নিয়ে তলিয়ে যায় ‘টাইটানিক’।