চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বরেকর্ডের অপেক্ষা বাড়ালেন সাকিব

ক্যারিয়ারের নানা বাঁকে বিরল সব রেকর্ডের পাতায় নাম তোলা সাকিব আল হাসান দাঁড়িয়ে আছেন বিশ্বরেকর্ডের সামনে। টাইগারদের বিশ্বসেরা অলরাউন্ডারের যে কীর্তি ছুঁতে দরকার একটি মাত্র উইকেটের, ভাঙতে লাগবে দুটি। কিন্তু রোববার মিরপুরে উইকেটের দেখা পাননি বাঁহাতি স্পিনার।

সিরিজের তৃতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডের বিপক্ষে ১২৯ রানের লক্ষ্য পেয়েছে বাংলাদেশ। ম্যাচে অতিথিদের উইকেট পড়েছে ৫টি। যার একটিও সাকিবের ঝুলিতে যায়নি। তিনি উইকেটশূন্য ৪ ওভারে ২৪ রানে। ব্যাটে এসেও মেরেছেন ডাক!

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টুয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ। প্রথম দুটি ম্যাচে জয় এসেছে। টাইগাররা ৭ উইকেট ও ৪ রানের জয়ে সিরিজে এগিয়ে ২-০তে। তৃতীয়টি জিতলে দুই ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত।

তৃতীয় ম্যাচে খারাপ গেলেও দলের মতো উজ্জ্বল সাকিবও। শের-ই-বাংলায় পরের দুই ম্যাচে তার দিকে দৃষ্টি থাকবে রেকর্ডের ক্ষণ গণনায়।

টি-টুয়েন্টিতে ২০০৬ সালে অভিষিক্ত হয়ে ৮৭টি ম্যাচ খেলে ফেললেন সাকিব। বাঁহাতি স্পিনে নামের পাশে যোগ করেছেন ১০৬ উইকেট। ছোট ফরম্যাটের ক্রিকেটে মাত্র দ্বিতীয় খেলোয়াড় হিসেবে একশ উইকেটের মাইলফলক ছুঁয়েছেন। প্রথমজন লাসিথ মালিঙ্গা।

লঙ্কানদের সাবেক পেসারের থেকেই রেকর্ড কাড়ার অপেক্ষায় সাকিব। মালিঙ্গা ২০০৬ থেকে শুরু করে ২০২০ সালে টি-টুয়েন্টি ছাড়ার আগে আন্তর্জাতিক অঙ্গনে ১০৭ উইকেট নামের পাশে যোগ করে গেছেন। যা এই ফরম্যাটের ইতিহাসে এখন পর্যন্ত সর্বোচ্চ উইকেট সংগ্রহ।

মালিঙ্গার রেকর্ড ছুঁতে সাকিবের দরকার আর একটি মাত্র উইকেট। সেখানে বিশ্বরেকর্ডটি নিজের করে নিতে দরকার দুটি উইকেট। সিরিজের বাকি ম্যাচগুলোর যেকোনো একটিতে রেকর্ড সাকিবের হয়ে যাওয়া কেবল সময়ের ব্যাপার!

টি-টুয়েন্টির একটি বিরল রেকর্ড অবশ্য ইতিমধ্যেই গড়ে ফেলেছেন সাকিব। যে কীর্তি নেই আর কারও। এই ফরম্যাটে সাকিবের রান ১,৭৫৫। টি-টুয়েন্টিতে এক হাজার বা ততোধিক রান ও একশ বা ততোধিক উইকেটের ডাবলের কীর্তি নেই বিশ্বের আর কারও।

৩৪ বর্ষী সাকিব ৮৭ টি-টুয়েন্টিতে এ রান করেছেন ২৩.৪০ গড়ে, সর্বোচ্চ ইনিংস ৮৪ রানের, আছে ৯টি ফিফটি। বোলিংয়ে সেরা সংগ্রহটি ২০ রানে ৫ উইকেট।

মালিঙ্গা ও সাকিবের পর আন্তর্জাতিক টি-টুয়েন্টিতে শত উইকেট নেই আর কারোই। ৯৯ উইকেট নিয়ে তিনে নিউজিল্যান্ডের টিম সাউদি। ৯৮ উইকেট ২০১৮ সালে অবসরে যাওয়া পাকিস্তানের শহিদ আফ্রিদির। ৯৫ উইকেট আফগানিস্তানের রশিদ খানের। বাংলাদেশের বাঁহাতি পেসার মোস্তাফিজুর রহমান ৫১ টি-টুয়েন্টিতে সংগ্রহ করেছেন ৭২ উইকেট, আছেন উইকেট সংগ্রাহকের ১৩তম অবস্থানে।

সাকিবকে ডাকছে আরও একটি বিরল কীর্তি। আন্তর্জাতিক ক্রিকেটে তিন সংস্করণ মিলিয়ে ৬০০ উইকেটের কীর্তি গড়তে তার চাই ২টি উইকেট। যে মাইলফলকে তিনি হবেন বিশ্বের ২৩তম বোলার, আর মাত্র দ্বিতীয় বাঁহাতি স্পিনার। তিন সংস্করণ মিলিয়ে ১২,২৮৮ রানও আছে সাকিবের। ৬০০ উইকেট ও ১২ হাজার ছোঁয়া রান, এই ডাবলের কীর্তি আর কারও নেই আন্তর্জাতিক ক্রিকেটে।