চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বব্যাপী করোনায় মৃত্যু ৩০ লাখ ছাড়াল

মহামারী করোনার তাণ্ডব আরও ভয়ংকর হচ্ছে দিন দিন। প্রতিদিনই বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর হার।  এরই মধ্যে এই অদৃশ্য শত্রু কেড়ে নিয়েছে বিশ্বের ৩০ লক্ষাধিক মানুষের প্রাণ।

যুক্তরাষ্ট্রের জন্স হপকিন্স বিশ্ববিদ্যালয় বলছে, দেখতে দেখতে করোনাভাইরাসে মৃত্যু হয়েছে বিশ্বের ৩০ লাখ ১৫ হাজার ১০২ জন মানুষের। আক্রান্ত হয়েছে ১৪ কোটি ৬ লাখ ৫২ হাজার ৭৪ জন (শনিবার সন্ধ্যা ৭টা পর্যন্ত)।

এর মধ্যে সর্বাধিক আক্রান্ত ও মৃত্যু গুনেছে যুক্তরাষ্ট্র। দেশটিতে মোট আক্রান্ত হয়েছে ৩ কোটি ২৩ লক্ষাধিক মানুষ এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৯ হাজার ৯৪২ জন। করোনায় যুক্তরাষ্ট্র শীর্ষ স্থানে রয়েছে।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে ভারত আর মৃতের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ব্রাজিল।

ভারতে আক্রান্ত হয়েছে মোট ১ কোটি ৪৫ হাজার ২১ হাজার ৬৮৩ জন। ব্রাজিলে মারা গেছে ৩ লাখ ৬৯ হাজার ২৪ জন।

সারাবিশ্বে করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ১১ কোটি ৯৪ লাখ ৭৭ হাজার ৩৭২ জন মানুষ।