চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বকাপ জিতলে কী করবেন রাকিটিচ?

দেশের জার্সিতে দুই নম্বর বিশ্বকাপ যোগ করতে মরিয়া পল পগবা-গ্রিজম্যানরা। ১৯৯৮’র পর দ্বিতীয়বার বিশ্বকাপ জয়। আর অবিশ্বাস্য সাফল্যের পর রাকিটিচদের একটাই চেষ্টা, বিশ্ব ফুটবলে নতুন চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের নাম তুলতে চায়। সেটা হলে কী করবেন রাকিটিচ?

কপালে ট্যাটু করাবেন ক্রোয়েট মিডফিল্ডার। বিশ্বকাপের ললাট লিখন যদি তাদের পক্ষেই যায়, তাহলে স্মরণীয় জয়কে নিজের কপালে ধারণ করবেন এই তারকা ফুটবলার, যা তার সঙ্গে থাকবে আমৃত্যু।

ক্রোয়েশিয়া বিশ্বকাপ জিতলে কি করবেন? সাংবাদিকের এই প্রশ্নের জবাবে মিডফিল্ডার রাকিটিচের উত্তর, ‘কপালে ট্যাটু করাব। তবে তার আগে স্ত্রীকে জিজ্ঞেস করতে হবে।’

রাকিটিচ আরো বলেছেন, ‘আমাদের জন্য কোটি কোটি সমর্থক গলা ফাটাচ্ছেন। আর্জেন্টিনা, স্পেন, জার্মানিসহ বিশ্বের নানাপ্রান্ত থেকে শুভেচ্ছা বার্তা আসছে। আমাদের এক একটা গোলে তাদের উচ্ছ্বাস দেখার মতো। নিজেদের দেশের জন্যও এতটা উত্সাহ তারা দেখায়নি, যা আমাদের জন্য দেখাচ্ছে। আর এতে একটা জিনিস পানির মতো পরিষ্কার, আমরা যোগ্য দল হিসেবেই বিশ্বকাপ ফাইনাল খেলছি। গোটা বিশ্বকে দেখাতে চাই, আমরা এক হয়ে খেলেছি এবং জয়ের জন্য সবকিছু করতে পারি।’

ফাইনালের আগে শুরু হয়েছে গোল্ডেন কে পাবে তা নিয়ে আলোচনা। রাকিটিচ বলছেন, তার সতীর্থ লুকা মদ্রিচেরই সেটা পাওয়া উচিত। তবে তিনি এটাও বলছেন, সেরা খেলোয়াড়ের পুরষ্কার কোনো ক্রোয়েট না পেলেও কষ্ট নেই, যদি তারা বিশ্বকাপ জেতেন।

রাকিটিচ বলেন, ‘আমাদের অধিনায়ক এটা (গোল্ডেন বল) পাওয়ার যোগ্য। ফিফা তাকেই মনোনিত করবে। সেরা একাদশেও অন্য ক্রোয়েটরা থাকবেন। তবে আমরা এটা চাই না। আমরা শুধুই বিশ্বকাপ চাই।’