চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিশ্বকাপে স্পেনের কোচ হিয়েরো

বিশ্বকাপের আগেরদিন কোচ বরখাস্তের পর আপদকালীন কোচের নামও ঘোষণা করেছে স্পেন। স্প্যানিশ জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টর ফার্নান্দো হিয়েরোকে বিশ্বকাপকালীন কোচ নিয়োগ করেছে দেশটির ফুটবল ফেডারেশন।

হুলেন লোপেতেগি বিশ্বকাপের পর রিয়াল মাদ্রিদের কোচের দায়িত্ব নিচ্ছেন, লস ব্ল্যাঙ্কোসদের পক্ষ থেকে এমন ঘোষণার ৪৮ ঘণ্টা না পেরোতেই ইনিয়েস্তাদের কোচের পদ থেকে লোপেতেগিকে বরখাস্ত করে স্পেন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বুধবার সংবাদ সম্মেলনে কোচ ছাঁটাইয়ের ঘোষণা দেয়ার দুঘণ্টার মধ্যেই নতুন কোচ হিসেবে স্পেন ও রিয়াল মাদ্রিদের কিংবদন্তি সাবেক ডিফেন্ডার হিয়েরোকে দায়িত্ব দেয়ার কথা জানানো হল।

গত বছরের ২৭ নভেম্বর থেকে স্পেন জাতীয় দলের স্পোর্টিং ডিরেক্টরের পদে কাজ করছিলেন হিয়েরো। ২০১৪-১৫ মৌসুমে রিয়াল মাদ্রিদের সহাকারী কোচের দায়িত্ব পালন করার অভিজ্ঞতা আছে তার।

স্প্যানিশ ফুটবল ফেডারেশনের সভাপতি লুইস রুবিয়েলাস জানিয়েছেন, রিয়ালের কোচ হওয়ার খবরের কারণেই লোপেতেগিকে বরখাস্ত করা হয়েছে।

আগামী শুক্রবার পর্তুগাল ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু হবে স্পেনের। তাদের গ্রুপের অন্য দুদল মরক্কো ও ইরান।