চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

‘বিশ্বকাপের ভালো প্রস্তুতি হবে নিউজিল্যান্ডে’

আইসিসি টুর্নামেন্ট মানেই ব্যাটিং সহায়ক উইকেট। আগামী বিশ্বকাপ ইংল্যান্ডে হওয়ায় সে সম্ভাবনা আরও বেড়েছে। ওয়ানডে সংস্করণে নিউজিল্যান্ডের মাঠ ও উইকেট সবসময়ই রানপ্রসবা। তাইতো কিউইদের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে তাসমানপাড়ে যাওয়ার আগে দুইয়ে দুইয়ে চার মেলাচ্ছেন মুশফিকুর রহিম। টাইগার তারকা মনে করেন, বিশ্বকাপের জন্য ভালো প্রস্তুতি হবে নিউজিল্যান্ডেই।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে আগামী ১৩ ফেব্রুয়ারি। ২০১৬ সালের ডিসেম্বরে সবশেষ সফরে কিউদের বিপক্ষে ওয়ানডে সিরিজে কোনো ম্যাচ জিততে না পারলেও দুটিতে লড়াই জমিয়ে তুলেছিল বাংলাদেশ। সেটি মাথায় রেখে এবার বড় কিছুর আশাই করছেন মুশফিক। তবে চ্যালেঞ্জের কথাও বলতে ভুললেন না মিডলঅর্ডারের ভরসা এ উইকেটরক্ষক-ব্যাটসম্যান।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

‘খেয়াল করলে দেখবেন, আমরা সর্বশেষ যখন সেখানে গিয়েছিলাম তখন দুইটা ওয়ানডেতে খুব কাছে গিয়ে হেরেছিলাম, যা আমাদের জেতা উচিত ছিল। নেলসনে যে ওয়ানডে বা ক্রাইস্টচার্চে যেটা ছিল, আমরা যদি আরও একটু ভালো খেলতে পারতাম তাহলে কেউ জানে না কী হতো।’

‘আমার মনে হয় এটা বিশ্বকাপের আগে আমাদের জন্য খুব ভালো একটা প্রস্তুতি হবে। এখানে কিছু হাই-স্কোরিং ম্যাচ হতে পারে। সেদিক থেকে আমি মনে করি এটা আমাদের জন্য চ্যালেঞ্জিং হবে।’