চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিলুপ্তপ্রায় পাখি তুলে ধরতে আলোকচিত্র প্রদর্শনী

পরিবেশের ভারসাম্য রক্ষায় পাখির ভূমিকা তুলে ধরতে খুলনা ফটেগ্রাফিক সোসাইটির আয়োজনে হয়ে গেল আলোকচিত্র প্রদর্শনী। বিভিন্ন প্রজাতির বিলুপ্তপ্রায় পাখিকে পরিচয় করিয়ে দেয়া হয় প্রদর্শনীতে। জনসচেতনতা সৃষ্টিতে এ ধরণের প্রদর্শনীর প্রশংসা করেন পাখিপ্রেমীরা।

খুলনায় ফটোগ্রাফিক সোসাইটির আলোকচিত্র প্রদশর্নী। কলরব নামের এ প্রদর্শনীর বিষয়বস্তু পাখি। প্রকৃতির জন্য পাখি রক্ষার আহ্বান ছিলো আয়োজন জুড়ে।

নতুন প্রজন্মের কাছে তুলে ধরা হয় নানা প্রজাতির পাখির ছবি। গাছের বংশবৃদ্ধির জন্য পরাগায়নে প্রধান ভূমিকা রাখে প্রকৃতির সুন্দরতম এ প্রাণী বলে জানিয়েছে আয়োজক ও প্রাখিপ্রেমী ফটোগ্রাফার ডা: আমির খসরু।

এ ধরণের প্রদর্শনীতে পাখি এবং পরিবেশ সুরক্ষায় সচেতনতা বাড়বে বলে জানিয়েছে বাপা সমন্বয়কারী এ্যাড. বাবুল হাওলাদার।

বন এবং জলাভুমি উজাড় হওয়ায় পাখির আবাসস্থল ধ্বংস হচ্ছে বলে মন্তব্য করেন পাখিপ্রেমী ফটোগ্রাফাররা।

বিস্তারিত দেখুন ভিডিও রিপোর্টে