চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণে বাকৃবি’র উদ্যোগ

দেশি বিলুপ্তপ্রায় উদ্ভিদ সংরক্ষণে কাজ করে যাচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের বোটানিক্যাল গার্ডেন। একই সঙ্গে এখানে ঘুরতে এসে বৃক্ষের প্রতি মানুষের ভালোবাসাও বাড়ছে।

১৯৬৩ সালে ১০ একর জায়গা নিয়ে প্রতিষ্ঠিত এ বোটানিক্যাল গার্ডেন। ম্যানগ্রোভ, ঔষধি, বড় উদ্ভিদ, বিদেশি গাছ এমন অসংখ্য জোনে ভাগ করে জীববৈচিত্র্য এবং উদ্ভিদ সংরক্ষণ করা হচ্ছে এখানে। দেশি উদ্ভিদ বিশেষ করে গ্রামে-গঞ্জে আগে যেসব বৃক্ষ দেখা যেত সেগুলো সংরক্ষণে জোর দেয়া হয়েছে। বর্তমানে ২৫ একর জায়গায় এক হাজার দুইশ’র উপরে বৃক্ষের প্রজাতি সংরক্ষিত এখানে।

ময়মনসিংহে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ব্রহ্মপুত্র নদীর পাড়ে প্রতিষ্ঠিত অপরূপ এই গার্ডেনে বেড়াতে আসেন দর্শনার্থীরা। বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ছাড়া অন্য দর্শনার্থীদের গাছের প্রতি ভালোবাসা বাড়াতে দুপুরের পর এখানে প্রবেশের সুযোগ দেয়া হয়।

বিলুপ্ত হতে থাকা উদ্ভিদ সংরক্ষণ এবং আবার প্রকৃতিতে ফিরিয়ে দিতে এ সেন্টারের জায়গা আরো বাড়ানোর উদ্যোগ নিচ্ছে কর্তৃপক্ষ।

আরও দেখুন ‍ভডিও রিপোর্টে: