চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বির্তকের মাঝেও বক্স অফিসে দাপট দেখাচ্ছে ‘দ্য কাশ্মীর ফাইলস’

নানান আলোচনা সমালোচনা পর গেল ১১ মার্চ ভারতের ৭০০ প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বিবেক অগ্নিহোত্রী পরিচালিত ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমা। কিন্তু এদিন জম্মু জেলা আদালতের বিচারপতি স্থগিত করেন সিনেমাটির প্রদর্শনী।

মূলত শহীদ স্কোয়াড্রন লিডার রবি খান্নাকে সিনেমাতে ভুলভাবে দেখানো হয়েছে বলে অভিযোগ করেন তার স্ত্রী শালিনী খান্না। যা পরবর্তীতে আদালত পর্যন্ত গড়ায়। তবে সব বাধা পেরিয়ে প্রেক্ষাগৃহে প্রদর্শিত হচ্ছে এটি।

শুধু তাই নয়, বক্স অফিস কাঁপানোর পাশাপাশি দর্শকের ভূয়সী প্রশংসা কুড়াচ্ছে সিনেমাটি। স্বল্প বাজেটের ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি মুক্তির প্রথম দিনে বক্স অফিস থেকে আয় করে ৩ কোটি ৫৫ লাখ রুপি। দ্বিতীয় দিনে যার আয় বেড়ে দাড়ায় ৮ কোটি ৫০ লাখ রুপি।

তবে ছবিটি আসল চমক দেখিয়েছে মুক্তির তৃতীয় দিনে। এদিন ছবিটির আয় বেড়ে দাঁড়িয়েছে ১৫ কোটি ১০ লাখ রুপি!

জানা গেছে, গত ১২ মার্চ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে দেখা করেন ‘দ্য কাশ্মীর ফাইলস’ সিনেমার পরিচালক বিবেক অগ্নিহোত্রী, প্রযোজক অভিষেক আগরওয়াল, অভিনেতা পল্লব যোশীসহ একটি দল। সেখানে সিনেমাটির প্রশংসা করেন নরেন্দ্র মোদি।

এরই মাঝে তিন বিজেপি শাসিত রাজ্য, গুজরাট, হরিয়ানা এবং মধ্যপ্রদেশে এই সিনেমার টিকিট করমুক্ত করা হয়েছে। এ বিষয়ে সংশ্লিষ্ট রাজ্যের মুখ্যমন্ত্রীরা এ ঘোষণা দিয়েছেন।

১৯৯০ সালে জম্মু-কাশ্মীর থেকে কাশ্মীরি পণ্ডিতদের বিতাড়িত করার ঘটনা নিয়ে এ সিনেমা নির্মাণ করেছেন বিবেক অগ্নিহোত্রী। সিনেমাটির বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন মিঠুন চক্রবর্তী, অনুপম খের, দর্শন কুমার, পল্লবী যোশি প্রমুখ।