চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিরোধী দল সংসদে অবিচারের শিকার: ফিরোজ রশীদ

প্রশ্ন করতে না দেওয়া এবং কম সময় দেওয়ার অভিযোগ তুলে বিরোধী দলের প্রতি কিছুটা অবিচার করা হচ্ছে বলে দাবি করেছেন জাতীয় পার্টির (জাপা) প্রেসিডিয়াম সদস্য ও ঢাকা-৬ আসনের সাংসদ কাজী ফিরোজ রশীদ।

বৃহস্পতিবার জাতীয় সংসদে পয়েন্ট অব অর্ডারে দাঁড়িয়ে তিনি এমন অভিযোগ করেন।

কাজী ফিরোজ রশীদ বলেন: তারা (সরকারি দল) চান সংসদ কার্যকর থাকুক। কিন্তু মাঝেমধ্যে স্পিকারের চেয়ার থেকে বিরোধী দলকে থামিয়ে দেওয়া হয়। আমরা সরকারি ও বিরোধী দল মিলে এই সংসদকে কার্যকর, সচল ও প্রাণবন্ত রাখতে চাই। কিন্তু আপনার চেয়ার থেকে বিরোধী দলকে বঞ্চিত করা হয়, ন্যায্য পাওনা থেকে বিরত রাখা হয়। আমরা প্রশ্ন করলে তা নেওয়া হয় না। আমাদের বক্তব্যে হস্তক্ষেপ করা হয়।

সরকারি দলের সদস্যদের বক্তব্য এক মিনিট-দুই মিনিট করে ১০ মিনিট পর্যন্তও বাড়ানো হয়। কিন্তু বিরোধী দলের সদস্যদের ক্ষেত্রে এক মিনিটের বেশি বাড়ানো হয় না বলে অভিযোগ করেন কাজী ফিরোজ রশীদ।

এসময় অধিবেশন পরিচালনা করছিলেন স্পিকার শিরীন শারমিন। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে তিনি বলেন: বিরোধী দলকে সবসময়ই সময় দেওয়া হয়।

জবাবে ফিরোজ রশীদ বলেন: আপনি নন ম্যাডাম, ডেপুটি স্পিকার মাঝে মাঝে এমন অবিচার করেন।