চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিরল প্রজাতির সাদা তিমি

অস্ট্রেলিয়ায় বিরল প্রজাতির সাদা তিমি’র সন্ধান পাওয়া গেছে। কুইন্সল্যান্ডের সমুদ্রতীরে সাদা তিমিটিকে দেখা যায়। ওয়ার্ল্ড মেরিন সাইন্স এর পরিচালক ট্র্যাভর লং নিশ্চিত করেছেন সাদা রঙের তিমিটি বিশ্বে বিরল।

২০১১ সালেও অস্ট্রেলিয়ার পূর্ব উপকূলে এরকম আরও একটি সাদা তিমি দেখা গিয়েছিলো। তবে তিমিটা তার চেয়ে অনেক ছোট এবং বয়সেও অনেক কম বলে ধারণা করেন ট্র্যাভর লং।

সাউর্দান ক্রস অ্যাকাডমেকি বিশ্ববিদ্যালয়ের ওয়ালি ফ্র্যাংকলিনের তথ্যানুযায়ী বিশ্বে সাদা তিমিরি একটি গ্রুপ আছে যাদের সংখ্যা ২৩ হাজারের মতো।

উষ্ণ পানির গ্রেট বেরিয়ার রিফ থেকে এই সাদা তিমি দক্ষিণ সাগরে চলে যাচ্ছে বলে তারা জানান।