চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমাতে এনবিআরের নতুন উদ্যোগ

বিমানবন্দরে যাত্রী ভোগান্তি কমাতে কাস্টমসের রেড ও গ্রিন চ্যনেল নামে দুটি নতুন চেকপয়েন্ট চালু করেছে এনবিআর।

বৃহস্পতিবার এনবিআর চেয়ারম্যান মোশাররফ হোসেন ভূইয়া এ দুটি চ্যানেলের উদ্বোধন করেন। পাশাপাশি মালামাল চেকিংয়ের নতুন প্রযুক্তি একটি হ্যান্ড স্ক্যানারও উদ্বোধন করেন তিনি।

যাত্রী সাধারণ এখন থেকে রেড চ্যানেল হয়ে স্বপ্রণোদিত হয়ে ট্যাক্সযুক্ত পণ্যের ট্যাক্স পরিশোধ করে বিনা চেকিংয়ে ইমিগ্রেশন পার হতে পারবেন। এতে একদিকে রাজস্ব আদায় যেমন বাড়বে অন্যদিকে যাত্রীসেবার মানও বৃদ্ধি পাবে বলে আশা প্রকাশ করেন এনবিআর চেয়ারম্যান।

তিনি আরো জানান, বিমানবন্দরে শৃংখলিত সেবা প্রদানের জন্য কাস্টমসে আরো জনবল নিয়োগ এবং নিজস্ব স্বশস্ত্র বাহিনী গঠনের চিন্তাভাবনা করছে এনবিআর।