চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

ইতিহাসের বিভীষিকাময় দুনিয়া কাঁপানো নাইন ইলেভেন

ইতিহাসের বিভীষিকাময় দুনিয়া কাঁপানো নাইন ইলেভেন আজ। ১৬ বছর আগে ২০০১ সালের এ দিনে নিউইয়র্কের ওয়ার্ল্ড ট্রেড সেন্টার টুইন টাওয়ার ও পেন্টাগনে একযোগে ৪টি আত্মঘাতী বিমান হামলা চালায় জঙ্গি সংগঠন আল-কায়েদা।

ওই হামলায় নিহত হন প্রায় ৩ হাজার মানুষ। এরপর থেকে বিশ্বব্যাপী মার্কিন নেতৃত্বাধীন সন্ত্রাসবিরোধী অভিযান শুরু হয়।

সেই দিনের নিহতদের স্মরণে সোমবারের জন্য যুক্তরাষ্ট্রে নেয়া হয়েছে ব্যাপক কর্মসূচি। বিশেষভাবে স্মরণ করা হচ্ছে দমকল বাহিনীর নিহত ৩ শতাধিক উদ্ধারকর্মী এবং প্রায় ৬শ’ পুলিশ সদস্যকে।

হতাহতদের স্মরণ করছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ, নিহতদের আত্মীয়-স্বজন ও শোকাহত সাধারণ মানুষ।

এছাড়াও নিউইয়র্কসহ যুক্তরাষ্ট্রের বিভিন্ন স্থানে র‌্যালি, চিত্র, আলোকচিত্র প্রদর্শনীসহ নানা ধরণের সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে স্মরণ করা হবে নাইন ইলেভেনে হতাহত এবং তাদের স্বজনদের।