চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিপিএলে থাকছে ডিআরএস, সম্প্রচারে নতুনত্ব

রাত পোহালেই শুরু হবে বিপিএলের ষষ্ঠ আসর। শনিবার বেলা সাড়ে ১২টায় ডিফেন্ডিং চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও চট্টগ্রাম ভাইকিংসের ম্যাচ দিয়ে ছড়াবে টি-টুয়েন্টির উত্তাপ। বিপিএলে এবারই প্রথম সংযোজিত হয়েছে ডিসিশন রিভিউ সিস্টেম (ডিআরএস)।

ষষ্ঠ আসরে থাকছে না উদ্বোধনী ‍কনসার্ট। প্রথম ম্যাচের আগে উড়ানো হবে বেলুন। জমকালো আয়োজন না থাকলেও টিভি সম্প্রচারে আনা হয়েছে বেশকিছু নতুনত্ব। থাকবে প্রযুক্তির ব্যবহার।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

স্ট্যাম্পের উপরে থাকবে এলইডি বেল। কোনকিছুর স্পর্শ পেলেই জ্বলে উঠবে তা। দুই দলের ডাগআউটের সামনে থাকবে রোবোটিক ক্যামেরা। বিশ্বের কোটি টিভি দর্শকের কাছে উপভোগ্য করে তুলতে সংযোজন করা হচ্ছে স্পাইডারক্যাম ও ড্রোন ক্যামেরা।

নতুনত্বের এসব কথা জানিয়েছেন বিপিএল গভর্নিং কাউন্সিলের টেকনিক্যাল কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস। বিপিএলে সব ম্যাচ দেখা যাবে একইসঙ্গে গাজী টিভি ও মাছরাঙা টেলিভিশনের পর্দায়।