চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিপিএলে আইকন খেলোয়াড়রা কে কোন দলে

সাকিব রংপুর রাইডার্সে, মাশরাফি কুমিল্লা ভিক্টোরিয়ান্সে, মাহমুদুল্লাহ বরিশাল বুলসে, তামিম চিটাগং ভাইকিংসে, মুশফিক সিলেট সুপার স্টারসে এবং নাসির ঢাকা ডাইনামাইটসে। বিপিএলে এই আইকনেরা মাতাবে এবারের আসর।

জাতীয় দলের সতীর্থ এই খেলোয়াড়রা  বিপিএলে খেলবেন পরস্পর পরস্পরের বিপরীতে।

আইকন খেলোয়াড় হিসেবে তার দাম নির্ধারণ করা হয়েছে ৩৫ লাখ টাকা। স্থানীয় খেলোয়াড়দের ৫টি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে। আইকন ৩৫ লাখ, এ গ্রেড ২৫ লাখ, বি গ্রেড ১৮ লাখ, সি গ্রেড ১২ লাখ এবং ডি গ্রেড ৫ লাখ টাকা।

বিদেশী খেলোয়াড়দের চারটি গ্রেডে ভাগ করা হয়েছে। এ গ্রেডের মূল্য ৭০ হাজার, বি গ্রেড ৫০, সি গ্রেড ৪০ এবং ডি গ্রেডের মূল্য ৩০ হাজার মার্কিন ডলার।

আগামী ২০ নভেম্বর হবে বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান। খেলা শুরু হবে ২২ নভেম্বর। তৃতীয় আসরের ফাইনাল হবে ১৫ ডিসেম্বর। এবারের আসরের খেলা হবে ঢাকা ও চট্টগ্রামে।