চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিপিএলে অংশ নেবে যে ৬ দল

বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) নতুন আসরে থাকছে ছয় দলই। খেলা হবে তিন ভেন্যুতে। আসর মাঠে গড়ানোর সম্ভাব্য তারিখ নতুন বছরের ২০ জানুয়ারি।

ঢাকা, সিলেট, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও কুমিল্লাকে নিয়ে মাঠে গড়াবে বিপিএলের অষ্টম আসর।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইসমাইল হায়দার মল্লিক বুধবার মিরপুরে সভা শেষে সংবাদমাধ্যমকে জানালেন, ‘ছয়টা দল ফাইনাল হয়ে গেছে।’

‘আর্থিক নিশ্চয়তা তারা আজ-কালের মধ্যে দিয়ে দেবে। যদি কেউ সব দিতে না পারে, সেজন্য ব্যাকআপ দল আছে। আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি বিপিএলে দল নিতে আগ্রহী।’

মল্লিক জানালেন, ২৭ ডিসেম্বর প্লেয়ার্স ড্রাফটের সম্ভাব্য তারিখ। খেলা হবে মিরপুর, চট্টগ্রাম ও সিলেটে। ২০ জানুয়ারি শুরু করে ২০ ফেব্রুয়ারির মধ্যে টুর্নামেন্ট শেষ করার পরিকল্পনা চলছে।

একজন করে স্থানীয় ও তিনজন বিদেশি খেলোয়াড়কে ড্রাফটের বাইরে সরাসরি নিতে পারবে দলগুলো। চ্যাম্পিয়ন দল পাবে এক কোটি ও রানার্সআপ দলের জন্য থাকছে ৫০ লাখ টাকা পুরস্কার।