চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিপিএলের ‘সুফল’ নিতে চায় শ্রীলঙ্কা

ত্রিদেশীয় ও টেস্ট সিরিজ জিতে ফুরফুরে মেজাজে আছে শ্রীলঙ্কা। টি-টুয়েন্টিতে নামার আগে খুব বেশি ভাবতে হচ্ছে না। বাংলাদেশ দলে কারা আছে বা ছয় নতুন ক্রিকেটার কারা, সেসব নিয়ে চিন্তা নেই সফরকারীদের! লঙ্কানরা বিপিএলে নিয়মিত মুখ। টাইগার দলে নতুন হলেও আফিফ, রাহী, জাকির, আরিফুলরা ভালই চেনা তাদের। সেটির সুফলই নিতে চায় দলটি। সেখানে উল্টো চিত্র স্বাগতিকদের। শ্রীলঙ্কা দলের পাঁচ নতুন ক্রিকেটার বাংলাদেশের জন্য অচেনাই।

বাংলাদেশের টি-টুয়েন্টি দল সম্পর্কে সবচেয়ে ভাল জানেন উপুল থারাঙ্গা। সিলেট সিক্সার্সের হয়ে খেলে গেছেন বাঁহাতি ব্যাটসম্যান। ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে তাই অধিনায়ক দিনেশ চান্দিমালকে না পাঠিয়ে দলের প্রতিনিধি করা হয়েছে থারাঙ্গাকে।

স্বাগতিকদের নতুন ক্রিকেটারদের প্রসঙ্গ উঠতেই এ লঙ্কান ব্যাটসম্যান বললেন, ‘বিপিএল খেলাতে আমাদের একটা সুবিধা হচ্ছে, নতুন সবাইকে আমরা চিনি। এটা আমাদের জন্য সহায়ক হবে। সুবিধাটা আমরা কাজে লাগাতে চাই।’

সফরে দুই ফরম্যাটে জিতে যে আত্মবিশ্বাসটা জমেছে, থারাঙ্গা জানালেন টি-টুয়েন্টি সিরিজে লঙ্কান দলে সঞ্চারিত হবে সেটিই, ‘আমরা এখন খুব আত্মবিশ্বাসী। ভাল একটা মোমেন্টামে আছি। আমার বিশ্বাস টি-টুয়েন্টিতেও দলের ক্রিকেটাররা সেটি ধরে রাখবে।’

মূর্তিকারিগর

উইকেট নিয়ে কথা হচ্ছে প্রচুর। থারাঙ্গাও বললেন। ছোট ফরম্যাটের ক্রিকেটে ভাল উইকেট পাওয়ার প্রত্যাশাও করে গেলেন এ লঙ্কান ব্যাটসম্যান, ‘ত্রিদেশীয় সিরিজের প্রথম দুটি ম্যাচে ভাল উইকেট পেয়েছিলাম। পরে মন্থর হতে থাকে। টেস্ট সিরিজে ছিল খুবই টার্নিং। টি-টুয়েন্টিতে ভাল উইকেটের আশা করছি।’