চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিপদে ঋতুপর্ণা!

ভারতীয় বাংলা সিনেমার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। যিনি সম্প্রতি দূর্গাপূজা দেখতে সপরিবারে গিয়েছিলেন সিঙ্গাপুরে। আর সেখানে গিয়েই বিপদে পড়েন এই নায়িকা। চুরি হয়ে যায় তার ওয়ালেট।

গত বুধবার সিঙ্গাপুরে যাওয়ার পর রিভারগেট কমপ্লেক্সের লবির সোফা থেকে চুরি হয় ঋতুপর্ণার ওয়ালেট। সিঙ্গাপুরের মতো দেশে সিসিটিভি-র নজর এড়িয়ে চোরের এমন সাহস দেখে তাজ্জব অভিনেত্রী।

ঋতুপর্ণা বলেছেন, ‘বিরক্ত লাগছে। আইসি নম্বর ছাড়া তো কলকাতায় ফিরতে পারব না। তাছাড়া, পুলিশের কাছে সব ধরনের ‘ক্লু’ দেওয়ার পরও কোনও সমাধান হচ্ছে না।’

গত শনিবার সিঙ্গাপুর থেকে ঋতুপর্ণা গণমাধ্যমকে জানান, ‘অষ্টমীর সকালে বিমানবন্দর থেকে ফিরে স্বামী সঞ্জয়ের জন্য অপেক্ষা করছিলাম। গাড়ি পার্কিং করে সঞ্জয় এলে আমরা একসঙ্গে ৩৭-তলায় আমাদের অ্যাপার্টমেন্টে যেতাম। আর্লি মর্নিং ফ্লাইট থাকায় বেশ টায়ার্ড ছিলাম। কাঁধের ব্যাগটাও ভারী ছিল। লবির সোফায় ব্যাগটা রাখি। পরে সঞ্জয়ের সঙ্গে কথা বলতে বলতে উপরে উঠে এলে ব্যাগটা সোফাতেই রয়ে যায়। লাঞ্চ করে ব্যাগ খোঁজ করতেই সোফার কথা মনে পড়ে। সঙ্গে সঙ্গে নিচে যাই। ব্যাগটা পেলাম কিন্তু ভিতরে ওয়ালেটটা উধাও।’

ওয়ালেটটিতে ছিল একহাজার ডলার ক্যাশ, সব ক্রেডিট কার্ড, সিঙ্গাপুরে ঢোকার আইসি পাস, আরও অন্যান্য কার্ডসহ গুরুত্বপূর্ণ সব নথি ছিল।

এদিকে কমপ্লেক্সের ম্যানেজমেন্টের কাছে অভিযোগ করার পর সিসিটিভি ফুটেজে খতিয়ে দেখা হয়। ফুটেজে ‘রেডমার্ট’-এর এক ডেলিভারি বয়কে লবির সোফার দিকে যেতে দেখা যায়। ছেলেটি ব্যাগের কাছে তিন মিনিট দাঁড়িয়েছিল। তারপর সিঙ্গাপুর পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছেন অভিনেত্রী। সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ, ছেলেটির গাড়ির নম্বরও দিয়েছেন। কিন্তু সিঙ্গাপুর পুলিশ জানিয়েছে, দুই এক মাস সময় লাগবে। ফলে পূজার ছুটি থাকায় এখনো ভারতীয় দূতাবাসে কিছু জানাননি এই অভিনেত্রী। তবে খুব শিগগির এ বিষয়ে অভিযোগ জানাবেন বলেও প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে।