চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিনা প্রতিদ্বন্দ্বিতায় ফিফা প্রেসিডেন্ট থাকছেন ইনফান্তিনো

প্রতিপক্ষ হিসেবে কেউ না দাঁড়ানোয় আবারও ফিফা প্রেসিডেন্টের পদে থেকে যাচ্ছেন জিয়ান্নি ইনফান্তিনো। চলতি বছরের ৫ জুন প্যারিসে ফিফা প্রেসিডেন্ট নির্বাচন।

ইনফান্তিনোর বিরুদ্ধে টটেনহ্যামের সাবেক ডিফেন্ডার রামোন ভেগার দাঁড়ানোর কথা ছিল। কিন্তু ভোটে দাঁড়ানোর নিয়ম মেনে নিজের দেশ ছাড়াও আরও পাঁচটি দেশের সমর্থন দরকার হয়। কিন্তু ফিফার নথিভূক্ত ২১১ দেশের মধ্যে পাঁচটা দেশকেও পাশে পাননি রামোন। তাই ইনফান্তিনো কার্যত প্রতিদ্বন্দ্বীহীন।

ফিট থাকতে সবার আগে চিনি বাদ দিন, প্রাকৃতিক ও নিরাপদ জিরোক্যাল-এর মিষ্টি স্বাদ নিন।

২০১৬ সালের ফেব্রুয়ারি মাসে ইনফান্তিনো প্রেসিডেন্ট পদে বসেন দুর্নীতির দায়ে সেপ ব্ল্যাটারকে সরতে হওয়ায়। ইনফান্তিনো পদে বসেই শুধু ফিফাকে দুর্নীতিমুক্ত করতে উঠেপড়ে লাগেননি, সঙ্গে নানা জনপ্রিয় উদ্যোগও নেন। যার বড় পদক্ষেপ বিশ্বকাপে ৩২ দল থেকে ৪৮ দল করার।

দল বাড়ানোর ব্যাপারে ফিফার এক স্টাডি গ্রুপ কাজ করছে। যারা মার্চ মাসেই তাদের রিপোর্ট দেবে। রিপোর্টে ইতিবাচক বিশ্লেষণই থাকবে বলে মনে করেন বর্তমান প্রেসিডেন্টের অনুগামীরা।