চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ

বিনামূল্যে বিশ্বকাপ খেলার ‘হাইলাইটস’ দেখাবে বঙ্গ

দেশের সবচেয়ে বড় অন-ডিমান্ড ভিডিও স্ট্রিমিং ‘বঙ্গ’ আইসিসি ক্রিকেট বিশ্বকাপ ২০১৯-এর ডিজিটাল অংশীদার হিসাবে শুধুমাত্র বাংলাদেশ এবং দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে একমাত্র প্রতিটি খেলার স্ট্রিমিং অনলাইন ভিডিও-ক্লিপ ও হাইলাইটস দেখানোর জন্য আইসিসির সাথে চুক্তিবদ্ধ হয়েছে।

ক্রিকেট ভক্তরা বিশ্বকাপের প্রতিটি খেলার বিশেষ মুহূর্তের ভিডিও-ক্লিপ ও হাইলাইটগুলো খেলার প্রায় সাথেসাথেই দেখতে পাবে bongobd.com ওয়েবসাইটে একদম বিনামূল্যে!

বৃহস্পতিবার থেকে বঙ্গের ওয়েবসাইটে বিশেষ ভিডিও ও হাইলাইটসগুলো পাওয়া যাচ্ছে। দক্ষিণ এশিয়ার মধ্যে শুধু বঙ্গ ওয়েবে এগুলো দেখা যাচ্ছে বলে জানান বঙ্গ’র পরিচালক মুশফিকুর রহমান মঞ্জু।

বিশ্বকাপ ক্রিকেট খেলার বঙ্গ’র ওয়েব সাইটে ডিজিটাল ক্লিপ কভারেজগুলো ক্রিকেট উন্মাদনায় ভক্তদের বাড়তি বিনোদন দিবে বলেও মনে করেন তিনি।

২০১৩ সালে প্রতিষ্ঠিত ডিজিটাল প্লাটফর্ম ‘বঙ্গ’দেশের বৃহত্তম কন্টেন্ট লাইব্রেরিতে সমৃদ্ধ হয়েছে যেখানে ‘বঙ্গ অরিজিনালস’, ‘ব্লকবাস্টার চলচ্চিত্র’, ‘জনপ্রিয় নাটক’, ‘মিউজিক ভিডিও’, ‘ওয়েব সিরিজ’ এবং ‘খেলাধুলা’সহ বিনোদনের বিশাল সমাহার।