চ্যানেল আই অনলাইন
হৃদয়ে বাংলাদেশ প্রবাসেও বাংলাদেশ
Channelionline.nagad-15.03.24

বিদ্যুৎ ছাড়াই চলবে ওয়াশিং মেশিন

গত বেশ কয়েক বছর বিশ্বজুড়ে ওয়াশিং মেশিন বেশ কার্যকর হয়েছে। তবে সব মেশিনই বিদ্যুৎ চালিত। এবার বিদ্যুৎ ছাড়াই চলবে ওয়াশিং মেশিন এবং পরিস্কার হবে জামা-কাপড়। বাজারে আসছে নতুন ওয়াশিং মেশিন, যাতে বিদ্যুৎ ছাড়াই পায়ে প্যাডেল ঘুরিয়ে জামা-কাপড় পরিস্কার করা যাবে।

ইয়েরেগো দারুমি নামের এই ওয়াশিং মেশিনে একই সঙ্গে পাঁচ থেকে ছয়টি কাপড় পরিস্কার করা যাবে। তবে ছোট পরিবার বা হোস্টেলের ছাত্র-ছাত্রীদের জন্যই এটি বেশি উপযোগী।

আবিস্কারক কোম্পানি দারুমি বলছে, নতুন মেশিনে বিদ্যুৎ মেশিনের চাইতে ৮০ শতাংশ পর্যন্ত পানি ও ডিটারজেন্ট কম খরচ হবে। এতে এক সঙ্গে ১০ লিটার পানি লাগবে; এর পাঁচ লিটার প্রথম ওয়াশের জন্য এবং বাকি পাঁচ লিটার শেষ ধোয়ার জন্য। আর এতে ৫-৬টি কাপড় পরিস্কার করতে মাত্র ৬ মিনিট সময় লাগবে।

২০১৬ সালের জুলাইতে কানাডা ও যুক্তরাষ্ট্রের বাজারে আসবে নতুন এই ওয়াশিং মেশিন। একই সঙ্গে এই মেশিনের বড় সাইজও বাজারে আনবে তারা।